নিজের গ্রামের বাড়িতে সাকিবের পিকনিক! নিজের হাতে কী রাঁধলেন শিশির ভাবি?

Last Updated:

Bangladesh all rounder Shakib Al Hasan enjoying picnic in hometown of Magura along with family. অন্যবার ছুটি কাটাতে সাকিব ছুটে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার স্ত্রী শিশির এবং তার সন্তানরা এসেছেন বাংলাদেশে।

#ঢাকা: বিশ্বজোড়া নাম, প্রচুর খ্যাতি এবং অনেক টাকা থাকলেই মানুষ নিজের শিকড়কে ভুলে যায় না তার উদাহরণ হতে পারেন সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক এবার ছুটি কাটানোর জন্য নিজের গ্রামের বাড়িকেই বেছে নিয়েছেন। রবিবার যদি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে হারিয়ে দিতে পারত বাংলাদেশ, তাহলে নিশ্চিত আর্জেন্টিনার বিজয়োল্লাসের মতো বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষও বিজয়ের আনন্দে উদ্বেলিত হয়ে উঠতেন।
কিন্তু শেষ পর্যন্ত মুমিনুলের ক্যাচ মিস, শ্রেয়স আয়ার এবং রবিচন্দ্রন অশ্বিনের অবিশ্বাস্য জুটি বাংলাদেশকে জয়বঞ্চিত রাখল। বাংলাদেশ জয় না পাওয়ায় উচ্ছ্বাসও নেই। বিজয় মিছিলও বের হল না। যে কারণে ক্রিকেটারদের ব্যস্ততাও বাড়েনি। সিরিজ শেষ বলে ছুটিও মিলে গেছে ক্রিকেটারদের। বিপিএল শুরুর আগে ক্রিকেটাররা যে যার মতো করে ছুটি কাটাবেন।
আরও পড়ুন - বিশ্বকাপ জয়ের পুরস্কার, জার্মানির ফ্রি বিয়ারে এবার ভাসবে মেসির আর্জেন্টিনা
এই ছুটি কাটাতে টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ছুটে গেছেন তার নিজের গ্রামের বাড়ি মাগুরায়। সঙ্গী হয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং তিন সন্তান। অন্যবার ছুটি কাটাতে সাকিব ছুটে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার স্ত্রী শিশির এবং তার সন্তানরা এসেছেন বাংলাদেশে। তাদের নিয়েই সাকিব চলে গেলেন নিজের গ্রামের বাড়িতে।
advertisement
advertisement
শুধু বাড়িতে যাওয়াই নয়, সেখানে ছুটিয়ে পিকনিক মুডে সময় কাটাচ্ছেন সাকিব পরিবার। তার মাগুরাস্থ বাড়িতে বিশেষ রান্নাবান্নার আয়োজন করেছেন সাকিব। যে রান্নায় হাত লাগাতে দেখা গেছে সাকিবপত্নী শিশিরকেও। রান্না করা ও চুলায় আগুন দেওয়ার ছবি তুলে নিজের ওয়ালে পোস্ট করেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও।
সেখানে তিনি লিখেছেন, যখন শশুরবাড়ি আসা হয়, তখন এটা পিকনিকই এবং এখানে আমার অতিপ্রিয় গরুর মাংস রান্না। মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সাকিব এবং তার স্ত্রীর রান্না করার এসব ছবি। এবারও প্রথমে অবিক্রিত থাক
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নিজের গ্রামের বাড়িতে সাকিবের পিকনিক! নিজের হাতে কী রাঁধলেন শিশির ভাবি?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement