ফের সোনা ভারতের ঘরে, ব্যাডমিন্টনে লড়াই করে পদক জয় লক্ষ্য সেনের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Lakshya Sen Gold: মালয়েশিয়ার ইয়ংকে হারিয়ে সোনা জয় ভারতের লক্ষ্য সেনের।
#বার্মিংহাম: সোনা জিতলেন ভারতের লক্ষ্য সেন। মালয়েশিয়ার জে ইয়ংকে হারালেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এদিন মালয়েশিয়ার দুরন্ত খেলোয়াড়কে হারালেন লক্ষ্য।
ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন দেশকে সোনা এনে দিলেন। এবার কমনওয়েলথ গেমসে ভারতের পারফরম্যান্স দুর্দান্ত। সেই পারফরম্যান্স আলাদা উচ্চতায় তুলে ধরলেন লক্ষ্য সেন। এদিন ১৯-২১, ২১-৯, ২১-১৬ ব্য়বধানে লক্ষ্য সেন হারালেন মালয়েশিয়ার ইয়ংকে।
আরও পড়ুন- Nikhat Zareen : ভারতের সোনার মেয়ে নিখাত জারিন! বক্সিংয়ে ফের সোনা জয় ভারতের
২০ বছর বয়সী লক্ষ্য সেন উত্তরাখণ্ডের আলমোরার বাসিন্দা। এদিন ইংয়য়ের বিরুদ্ধে প্রথম গেমে হেরে যান লক্ষ্য। এর পর দ্বিতীয় গেম থেকে তিনি ফিরে আসেন ফর্মে. তৃতীয় গেমে কিছুটা পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত লক্ষ্য সেন কামব্যাক করেন। পিভি সিন্ধুর পর একই দিনে লক্ষ্য সেনও ব্যাডমিন্টনে সোনা পেলেন লক্ষ্য সেন।
advertisement
advertisement
পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এল ভারত। ২০টি সোনার পদক, ১৫টি রুপোর পদক এবং ২২টি ব্রোঞ্জ পদক রয়েছে ভারতের ঝুলিতে। লক্ষ্য সেন এবারই প্রথম কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন. আর প্রথমবারেই সোনা জয়।
কমনওয়েলথ ব্যাডমিন্টনে পুরুষদের ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন কিদাম্বি শ্রীকান্ত। মহিলাদের ইভেন্টে সোনা জিতেছেন পিভি সিন্ধু। আর এবার সোনা জিতলেন লক্ষ্য সেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 08, 2022 4:50 PM IST