ভারতীয় ফুটবলে দুঃখের খবর, চলে গেলেন আটের দশকের বিখ্যাত উইঙ্গার বাবু মানি
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Babu Mani famous Indian football winger passed away in Kolkata suffering from long time liver problem. দুঃখের খবর, চলে গেলেন আটের দশকের বিখ্যাত উইঙ্গার বাবু মানি
#কলকাতা: উলগানাথনের পর বেঙ্গালুরু থেকে কলকাতা ফুটবলে আসা সেরা উইঙ্গার ধরা হত তাকে। ইডেন গার্ডেনসে শেষ বড় ম্যাচ হয়েছিল ১৯৮৪ সালে। সেই ম্যাচে মোহনবাগানের জার্সিতে ইস্টবেঙ্গলকে গোল করেছিলেন বাবু মানি। সেই বাবু মানি আজ আর নেই। দীর্ঘ লিভারের সমস্যায় ভুগছিলেন। আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৮ বছর। রেখে গেলেন স্ত্রী, পুত্র এবং কন্যাকে।
আশি-নব্বইয়ের দশকে টানা ১০ বছর ধরে কলকাতার তিন প্রধান দলে খেলেছেন বাবু মানি। বাংলা দলের হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন। বেঙ্গালুরুর ছেলে বাবু মানি ১৯৮৩ সালে কলকাতায় খেলতে এসে এখানকার বাসিন্দা হয়ে যান। সে বছর তাঁকে মহমেডান স্পোর্টিং ক্লাবে নিয়ে এসেছিলেন মহিদুল ইসলাম।
এক বছর সেখানে খেলার পর মোহনবাগান তাঁকে তুলে নিয়ে যায়। বাবু মানি সবুজ-মেরুনে ছিলেন ১৯৮৮ পর্যন্ত। ইতিমধ্যে ১৯৮৭ সালে মোহনবাগানের অধিনায়কত্ব করেন। ১৯৮৬ এবং ১৯৮৭ সালে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। মানি ছিলেন সেই দলের সদস্য।
advertisement
advertisement
Babu mani, ex-ftbllr, hs died ystrday ..aged 58.....his origin was frm KARNataka..but settled here and lived here entirely thru his life....the best wing player of Indian ftbll..who hd combo wth striker SISIR GHOSH....PEOPLE IN MAIDAN R OFFERRING THEIR TRIBUTES
— Dibs_theURBANATOR-5 (@Dibyendughosa10) November 20, 2022
advertisement
১৯৮৮ সালে বাবু চলে যান মহমেডানে। দু’ বছর সেই দলে খেলার পর ১৯৯০-এ যোগ দেন ইস্টবেঙ্গলে। ১৯৯২ সালে আবার ফিরে আসেন মোহনবাগানে। ১৯৯৩ সালে খেলেন এফসিআই-এর হয়ে। এখানেই চাকরি করতেন মানি।
১৯৯৪-এ মোহনবাগানে খেলে তিনি ফুটবলজীবন শেষ করেন। তার সঙ্গে খেলেছেন সত্যজিৎ, অলক মুখোপাধ্যায়, প্রশান্ত ব্যানার্জি, মস্তান আহমেদের মতো ফুটবলাররা। বাবুর মৃত্যুতে ময়দানে নেমেছে শোকের ছায়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2022 4:44 PM IST