Babar Azam vs Virat : বিরাটের থেকে এখন অনেক এগিয়ে বাবর! পাক তারকার প্রশংসায় ভন থেকে সানি
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Babar Azam is way ahead of Virat Kohli in last 2 years says Michael Vaughan. বিরাটের থেকে এখন অনেক এগিয়ে বাবর! পাক তারকার প্রশংসায় ভন থেকে সানি
টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত খেলেছিলেন বাবর। তারপর টেস্ট হোক বা লিমিটেড ওভার ক্রিকেট - বাবর প্রচুর সাফল্য পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে একদিনের সিরিজ জিতেছে পাকিস্তান। সেই ২০০২ সালের পর এই প্রথমবার। প্রথম ম্যাচে হেরে গেলেও শেষ দুটি ম্যাচে দুর্দান্ত খেলেছে পাকিস্তান। জোড়া শতরান করেছেন বাবর।
advertisement
advertisement
ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইকেল ভন এবং নাসির হোসেন এককথায় স্বীকার করে নিয়েছেন, এই মুহূর্তে বিরাট কোহলির থেকে অনেক এগিয়ে বাবর আজম। ভন মনে করেন বাবর আজম গত দু'বছর যে ছন্দে রয়েছেন, বিরাট কোহলি তাঁর ধারেপাশে নেই। পৃথিবীর সেরা বোলারদের বিরুদ্ধে বাবরকে দেখে মনেই হচ্ছে না আউট হতে পারেন। এতটাই তার নিখুঁত টেকনিক।
advertisement
A historic series win for Pakistan. Couldn't have asked for more from my pack of superstars. Excellent performances from @ImamulHaq12, @iShaheenAfridi and @HarisRauf14. To all our fans, thank you so much for your massive support! 👏 pic.twitter.com/oVkjAgfeU8
— Babar Azam (@babarazam258) April 2, 2022
advertisement
অন্যদিকে বিরাট কোহলির ধারাবাহিকতার অভাব প্রচন্ড। তাই ভারতীয় মিডিয়া বিরাট কোহলিকে নিয়ে যতই নাচানাচি করুক, আসল সত্যিটা হল পাকিস্তানের বাবর শেষ দুটো বছর কোহলির থেকে অনেক এগিয়ে। তিনটে ফরম্যাটেই বিরাট কোহলিকে পিছিয়ে দিয়েছেন বাবর আজম।
ফাস্ট বোলার থেকে শুরু করে স্পিনার - দুটোর বিরুদ্ধেই অসাধারণ পায়ের কাজ পাকিস্তান অধিনায়কের। সুনীল গাভাসকার পর্যন্ত জানিয়েছেন বাবর আজম কিংবদন্তি হওয়ার পথে। পাকিস্তান তারকার ব্যাটিং টেকনিক এবং সাহস দেখে মুগ্ধ গাভাসকার। টেকনিক্যালি জাহির আব্বাসের পর পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবর মনে করেন সানি।
advertisement
তবে পাশাপাশি বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা ছন্দে আসবেন মনে করেন গাভাসকার। অধিনায়ক রোহিত শর্মা অত্যন্ত বুদ্ধিমান এবং ঠাণ্ডা মাথার লোক। বিরাটের সেরাটা বের করে নিতে পারবেন হিটম্যান মনে করেন গাভাসকার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2022 5:09 PM IST