Nadia News: ন্যাশনাল যোগা অলিম্পিয়াড -২০২৫-এ দু'টি পদক নবদ্বীপের নবম শ্রেণীর ছাত্র আয়ুশের

Last Updated:

Nadia News: সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আবার নবদ্বীপকে গর্বিত করল আয়ুশ ভৌমিক। এবার ন্যাশনাল যোগা অলিম্পিয়াড -২০২৫ এ বাংলার হয়ে দুটি বিভাগে সিলভার মেডেল জয় করল।

+
নবদ্বীপের

নবদ্বীপের আয়ুশ 

নবদ্বীপ: সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আবার নবদ্বীপকে গর্বিত করল আয়ুশ ভৌমিক। এবার ন্যাশনাল যোগা অলিম্পিয়াড -২০২৫ এ বাংলার হয়ে দুটি বিভাগে রৌপ্যপদক জয় করল নবদ্বীপ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের রানীরচড়ার বাসীন্দা, নবদ্বীপ হিন্দু স্কুলের নবম শ্রেণির ছাত্র আয়ুশ।
গত ১৫ থেকে ১৮ জুন তামিলনাড়ুর কন্যাকুমারীর বিবেকানন্দ কেন্দ্রে ভারত সরকারের শিক্ষামন্ত্রকের অধীনে এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ আন্ড ট্রেনিংয়ের শিক্ষা ও সমাজবিজ্ঞান বিভাগের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৭ বিভাগে দলগত ও ব্যক্তিগত, দুটি ক্ষেত্রেই রৌপ্যপদক পায় সে।
আয়ুশ জানায়, সিলেকশন ট্রায়ালে সুযোগ পাওয়ার পর তাঁকে নয় থেকে ১১ জুন কলকাতার যুবভারতীর সাই কমপ্লেক্সে জাতীয় প্রতিযোগিতার চূড়ান্ত প্রস্তুতি শিবিরে রাখা হয়। সেদিন রাতেই বাংলা দল রওনা হয় কন্যাকুমারীর উদ্দেশ্যে। চারদিনের এই প্রতিযোগিতায় দেশের ২৮ টি রাজ্য ও এন সি ই আর টির তিনটি দল অংশ নেয়। আয়ুশ ভৌমিকের অসামান্য এই কৃতিত্বে গর্বিত নবদ্বীপের মানুষ।
advertisement
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/খেলা/
Nadia News: ন্যাশনাল যোগা অলিম্পিয়াড -২০২৫-এ দু'টি পদক নবদ্বীপের নবম শ্রেণীর ছাত্র আয়ুশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement