Ayhika Mukherjee: 'এটা ভাববেন না বাই চান্স জিতেছি', বিশ্বের এক নম্বরকে হারিয়ে সংবর্ধনা মঞ্চেও দৃঢ় ঐহিকা

Last Updated:

Ayhika Mukherjee: গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ লিগে আরও এক নজির গড়েন ঐহিকা মুখোপাধ্যায়। বিশ্বের এক নম্বর টেবিল টেনিস তারকাকে হারিয়ে দেন বাংলার মেয়ে।

ঐহিকা মুখোপাধ্যায়
ঐহিকা মুখোপাধ্যায়
কলকাতা: নজর কেড়েছিলেন এশিয়ান গেমসেই। টেবিল টেনিসে ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছিলেন দুই বঙ্গ তনয়া ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়। সেটা ছিল সবে শুরু। আরও অনেক পথ যে হাঁটবেন এই জুটি, সেই পদধ্বনি শোনা গিয়েছিল তখনই। আর কয়েক মাস যেতে না যেতেই ফের চমক। গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ লিগে আরও এক নজির গড়েন ঐহিকা মুখোপাধ্যায়। বিশ্বের এক নম্বর টেবিল টেনিস তারকাকে হারিয়ে দেন বাংলার মেয়ে।
ওয়ার্ল্ড টিম চ্যাম্পিয়নশিপে বিশ্বের এক নম্বর সুন ইংশাকে ঐহিকা হারিয়ে দেন ৩-১ ব্যবধানে। ম্যাচের ফল ছিল ১২-১-, ২-১১, ১৩-১১, ১১-৬। এমন কৃতিত্বের পর ঐহিকাকে সংবর্ধনা দিল তাঁর তারকা টেবল টেনিস প্লেয়ার হয়ে ওঠার মঞ্চ ‘ধানুকা ধানসিঁড়ি সৌমদীপ-পৌলমী টেবল টেনিস অ্যাকাডেমি’। শনিবার ঐহিকাকে সংবর্ধনা জানানোর পাশাপাশি তাঁর হাতে একলক্ষ টাকার চেক তুলে দেন অতুল ধানুকা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বিশিষ্টরা।
advertisement
এমন সম্মান পেয়ে আপ্লুত ঐহিকা মুখোপাধ্যায়। তিনি বলেন,”আমি যা করি তা দেশের স্বার্থে করি। ক্রিকেট, ফুটবল নিয়ে তো সবাই ভাবে। কিন্তু দাবা, টেবল টেনিসকে সামনে রেখে যে বড় কর্মকাণ্ড শুরু করেছি সেটা শুধুই দেশের কথা ভেবে। অলিম্পিকে পদক চাই। আসল সাফল্য তো ওটাই।” একইসঙ্গে তিনি কতটা আত্মবিশ্বাসী ও দৃঢ় সেই পরিচয়ও দেন। তিনি বলেন,”এটা ভাববেন না যে বাই চান্স জিতেছি। আমাদের এখানে অনেক প্রতিভা রয়েছে। আমাদের বিশ্বাস ছিল আমরা পারব করতে। আমাদের খেলার স্টাইলও অনেক আলাদা। আর যদি হারিও তাহলেও যেন ওরা বাইরে গিয়ে বলে লড়াই করতে হয়েছে।”
advertisement
advertisement
এছাড়াও, ছোট বেলা থেকেই যে চ্য়ালেঞ্জ নিতে ভালবাসেন, সেই কথাও জানান ঐহিকা মুখোপাধ্যায়। সুন ইংশার বিরুদ্ধে খেলার ইচ্ছের কথা টিম মিটিংয়ে নিজে থেকেই জানিয়েছিলেন বঙ্গ তনয়া। নিজের পার্টনার সুতীর্থার প্রশংসাও শোনা গিয়েছে তাঁর মুখে। ভবিষ্যতে আরও বেশি পরিশ্রম করতে ও দেশকে-তথা বাংলাকে আরও সাফল্য এনে দেওয়াই লক্ষ্য বলেও জানিয়েছেন ঐহিকা। এই টেনিস জুটির পরবর্তী টার্গেট ‘সিঙ্গাপুর জয়’।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ayhika Mukherjee: 'এটা ভাববেন না বাই চান্স জিতেছি', বিশ্বের এক নম্বরকে হারিয়ে সংবর্ধনা মঞ্চেও দৃঢ় ঐহিকা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement