Where is Katsumi: কোথায় হারিয়ে গেলেন 'জাপানি বোমা' কাতসুমি! কী করেন এখন? জানলে চমকে যাবেন

Last Updated:
Where is Former Mohun Bagan Star Katsumi Yusa: অধিনায়ক হিসেবে মোহনবাগানকে আইলিগ খেতাব জিতিয়েছেন তিনি। ভারত ছাড়ার পর এখন কোথায় হারিয়ে গেলেন কাতসুমি? কী করছেন? এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা।
1/7
অধিনায়ক হিসেবে মোহনবাগানকে আইলিগ খেতাব জিতিয়েছেন তিনি। লম্বা সোনালী চুলে মাঠের এক প্রান্ত ধরে যখন দৌড় শুরু করতেন তখন প্রতিপক্ষের রক্ষণে ধরত কাঁপুনি। সবুজ-মেরুণের ফুটবল ইতিহাসে খেলে যাওয়া সেরা বিদেশীদের মধ্যে অন্যতম কাতসুমি ইউসা।
অধিনায়ক হিসেবে মোহনবাগানকে আইলিগ খেতাব জিতিয়েছেন তিনি। লম্বা সোনালী চুলে মাঠের এক প্রান্ত ধরে যখন দৌড় শুরু করতেন তখন প্রতিপক্ষের রক্ষণে ধরত কাঁপুনি। সবুজ-মেরুণের ফুটবল ইতিহাসে খেলে যাওয়া সেরা বিদেশীদের মধ্যে অন্যতম কাতসুমি ইউসা।
advertisement
2/7
কাতসুমি ভারতীয় ফুটবলে এসেছিলেম আইলিগ দল ওএনজিসির হাত ধরে। তারপর সবুজ-মেরুণ জার্সিতে কলকাতায় প্রথম পা রাখা। ৪ মরশুম খেলেছিলেন মোহনবাগানের হয়ে। বাগান ফ্যানেদের নয়ণের মণি হয়ে উঠেছিলেন তিনি।  (ছবি: সংগৃহীত)
কাতসুমি ভারতীয় ফুটবলে এসেছিলেম আইলিগ দল ওএনজিসির হাত ধরে। তারপর সবুজ-মেরুণ জার্সিতে কলকাতায় প্রথম পা রাখা। ৪ মরশুম খেলেছিলেন মোহনবাগানের হয়ে। বাগান ফ্যানেদের নয়ণের মণি হয়ে উঠেছিলেন তিনি। (ছবি: সংগৃহীত)
advertisement
3/7
২০১১ সালের জানুয়ারি মাসে ওনএনজেসিতে সই করেন কাতসুমি। ২০১০-১১ মরশুমে আইলিগ থেকে অবনমন হয় ওএনজেসির। তাও ক্লাব না ছেড়ে পরের মরশুমে ফের ওএনজেসিকে আইলিগে তোলেন জাপানি তারকা। ২০১৩ সালে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে সই করেন কাতসুমি।  (ছবি: সংগৃহীত)
২০১১ সালের জানুয়ারি মাসে ওনএনজেসিতে সই করেন কাতসুমি। ২০১০-১১ মরশুমে আইলিগ থেকে অবনমন হয় ওএনজেসির। তাও ক্লাব না ছেড়ে পরের মরশুমে ফের ওএনজেসিকে আইলিগে তোলেন জাপানি তারকা। ২০১৩ সালে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে সই করেন কাতসুমি। (ছবি: সংগৃহীত)
advertisement
4/7
এক মরশুম খেলার পরই দলের অধিনায়কত্বের দায়িত্ব পান কাতসুমি। ২০১৪-১৫ সালে দুরন্ত ফুটবল খেলে মোহনবাগান। ফ্যানেদের স্বপ্নপূরণ করে দলকে চ্যাম্পিয়ন করেন অধিনায়ক কাতসুমি। বাগানে জনপ্রিয়তার শীর্ষে পৌছান কাতসুমি।   (ছবি: সংগৃহীত)
এক মরশুম খেলার পরই দলের অধিনায়কত্বের দায়িত্ব পান কাতসুমি। ২০১৪-১৫ সালে দুরন্ত ফুটবল খেলে মোহনবাগান। ফ্যানেদের স্বপ্নপূরণ করে দলকে চ্যাম্পিয়ন করেন অধিনায়ক কাতসুমি। বাগানে জনপ্রিয়তার শীর্ষে পৌছান কাতসুমি। (ছবি: সংগৃহীত)
advertisement
5/7
কাতসুমির স্কিল, গতি, গোল করার দক্ষতা সবকিছুই অনবদ্য ছিল। মোহনবাগান ফ্যানারে ভালবেসে তাঁকে নানা নামও দেন। মোহনবাগানের 'জাপানি বোমা' বলা হত কাতসুমি ইউসাকে। মাঠে শোনা যেত,"সা-রে-গা-মা-পা-ধা-নি,মাঠ কাঁপাবে জাপানি" ধ্বনি। বাগানের হয়ে ১২১ ম্যাচে ২৪ গোল করেছিলেন কাতসুমি।   (ছবি: সংগৃহীত)
কাতসুমির স্কিল, গতি, গোল করার দক্ষতা সবকিছুই অনবদ্য ছিল। মোহনবাগান ফ্যানারে ভালবেসে তাঁকে নানা নামও দেন। মোহনবাগানের 'জাপানি বোমা' বলা হত কাতসুমি ইউসাকে। মাঠে শোনা যেত,"সা-রে-গা-মা-পা-ধা-নি,মাঠ কাঁপাবে জাপানি" ধ্বনি। বাগানের হয়ে ১২১ ম্যাচে ২৪ গোল করেছিলেন কাতসুমি। (ছবি: সংগৃহীত)
advertisement
6/7
মোহনবাগানের পর কাতসুমি ইস্টবেঙ্গলের হয়েও খেলেছেন। এছাড়া আইএসএলেও খেলেছেন জাপানি তারকা। নর্থইস্ট ইউনাইটেডের হয়ে খেলেছেন তিনি। শেষের দিকে নেরোকা ও চেন্নাই সিটিতে খেলেন। কিন্তু তখন তার ফর্ম তলানির দিকে। তারপরই ভারত ছাড়ার সিদ্ধান্ত নেন কাতসুমি।   (ছবি: সংগৃহীত)
মোহনবাগানের পর কাতসুমি ইস্টবেঙ্গলের হয়েও খেলেছেন। এছাড়া আইএসএলেও খেলেছেন জাপানি তারকা। নর্থইস্ট ইউনাইটেডের হয়ে খেলেছেন তিনি। শেষের দিকে নেরোকা ও চেন্নাই সিটিতে খেলেন। কিন্তু তখন তার ফর্ম তলানির দিকে। তারপরই ভারত ছাড়ার সিদ্ধান্ত নেন কাতসুমি। (ছবি: সংগৃহীত)
advertisement
7/7
ভারত ছাড়ার পর এখন কোথায় হারিয়ে গেলেন কাতসুমি? কী করছেন? এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা। তবে আপনারা জানলে খুশি হবেন বয়স বেড়েছে , ধার আগের থেকে কমেছি ঠিকই কিন্তু এখনও ফুটবল ছাড়েননি। বর্তমানে তোহকু সকার লিগে প্রিমেইরো ফুকুশিমা ক্লাবের হয়ে খেলেন কাতসুমি।   (ছবি: সংগৃহীত)
ভারত ছাড়ার পর এখন কোথায় হারিয়ে গেলেন কাতসুমি? কী করছেন? এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা। তবে আপনারা জানলে খুশি হবেন বয়স বেড়েছে , ধার আগের থেকে কমেছি ঠিকই কিন্তু এখনও ফুটবল ছাড়েননি। বর্তমানে তোহকু সকার লিগে প্রিমেইরো ফুকুশিমা ক্লাবের হয়ে খেলেন কাতসুমি। (ছবি: সংগৃহীত)
advertisement
advertisement
advertisement