ভারতীয় দলে ফের বিয়ের সানাই, এবার হবু বউয়ের সঙ্গে নাচলেন তারকা ক্রিকেটার

Last Updated:

Axar Patel weeding: কেএল রাহুলের পর এবার আরও এক ভারতীয় ক্রিকেট তারকার বিয়ে।

নয়াদিল্লি: ভারতীয় দলে এখন বিয়ের মরসুম পুরোদমে চলছে। সম্প্রতি সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টিকে বিয়ে করেছেন কেএল রাহুল। কেএল রাহুলের পর এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার অক্ষর প্যাটেলও। তাঁর মেহেন্দি অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
অক্ষর প্যাটেল এবং তাঁর ভাবী স্ত্রী মেহা প্যাটেল ২৬ জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন। তার একদিন আগে ২৫ জানুয়ারি অক্ষর প্যাটেলের মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
গুজরাতি রীতিতে ভাদোদরায় দুজনেরই বিয়ে হবে। অক্ষর প্যাটেলের সতীর্থ জয়দেব উনাদকাট এদিন অক্ষর প্যাটেলের মেহেন্দি অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করেছেন।
advertisement
অক্ষর প্যাটেল এবং মেহা প্যাটেল একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন। মেহা একজন ডায়েটিশিয়ান এবং নিউট্রিসানিস্ট। অক্ষর প্যাটেল দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার হয়ে খেলছেন।
advertisement
আরও পড়ুন- ৮০ লাখ টাকার বাইক! ৪০০ কিমি/ঘণ্টা সর্বোচ্চ গতি! রাহুলকে দেওয়া ধোনির উপহার
অক্ষর ৮টি টেস্ট, ৪৯টি ওয়ানডে এবং ৪০টি টি-টোয়েন্টিতে যথাক্রমে ৪৭, ৫৬ এবং ৩৭টি উইকেট নিয়েছেন। অক্ষর ও তাঁর বাগদত্তা মেহা প্যাটেলের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ওই ভিডিওটি একজন সমর্থক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
advertisement
ওই ভিডিও সঙ্গীত অনুষ্ঠানের। সেখানে অক্ষরকে 'তু বান মেরি জান, ম্যায় তুঝে জানে না দুঙ্গা' গানে মঞ্চে নাচতে দেখা যাচ্ছে। বিয়ের কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন অক্ষর প্যাটেল। অক্ষর এবং মেহা একে অপরকে দশ বছর ধরে চেনেন। দীর্ঘদিন ডেট করার পর গত বছরের জানুয়ারিতে বাগদান করেন দুজনেই।
advertisement
আরও পড়ুন- বাগদেবীর আরাধনায় সৌরভ গঙ্গোপাধ্যায়, স্ত্রী-র নাচের স্কুলে দিলেন অঞ্জলি,দেখুন ছবি
বিয়ের কারণে ভারত-নিউজিল্যান্ড সীমিত ওভারের সিরিজের বাইরে রয়েছেন অক্ষর প্যাটেল। শুধু ভারত-শ্রীলঙ্কা হোম সিরিজেই খেলতে দেখা গেছে তাঁকে। বিয়ের কারণে কিউইদের বিরুদ্ধে সিরিজ থেকেও বিরতির জন্য আগেই বিসিসিআইয়ের কাছে অনুমতি চেয়েছিলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতীয় দলে ফের বিয়ের সানাই, এবার হবু বউয়ের সঙ্গে নাচলেন তারকা ক্রিকেটার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement