#হায়দারাবাদ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিল রোহিত শর্মার। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন তিনি। মনে মনে এটাই চেয়েছিল ভারত। কারণ ইদানিং টি-টোয়েন্টি ক্রিকেট মানেই দ্বিতীয়ার্ধে যারা ব্যাট করবে, তাদের জয়ের সম্ভাবনা বেশি। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ফিঞ্চ এবং ক্যামেরন গ্রিন ঝড়ের গতিতে শুরু করলেন।
বিশেষ করে গ্রিন। মাঠে যেন সাইক্লোন বয়ে গেল। একের পর এক বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি আসতে থাকল তার ব্যাট থেকে। বুমরাহ, অক্ষর, ভুবি - কেউ তাকে থামানোর রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। রক্তচাপ বেড়ে যাচ্ছিল রোহিত শর্মার। তবে ভারতকে প্রথম ব্রেক দিলেন অক্ষর। ফিঞ্চকে (৭) আউট করলেন তিনি। ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা গ্রিন (৫২) ফিরিয়ে দিলেন ভুবনেশ্বর।
A brilliant innings by Tim David - 54 in just 27 balls with 2 fours and 4 sixes. He's an exceptional hitter, put on crucial runs for Australia. pic.twitter.com/owQjmBltYD
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 25, 2022
এরপর স্মিথ (৯), ম্যাক্সওয়েল (৬) ফিরে গেলেন পরপর। এই সময়টা অস্ট্রেলিয়ার ঝড়ের গতি রান সংগ্রহ আটকে দিল ভারতীয় বোলাররা। জশ ইংলিশ (২৪) মাঝখানে কিছুটা লড়াই করার চেষ্টা করলেন। তাকে ফিরিয়ে দিলেন অক্ষর। কিন্তু ফর্মে থাকা ওয়েডকে (১) যেভাবে ফেরালেন অক্ষর, তাতে বোঝা যাচ্ছে রবীন্দ্র জাদেজার জায়গায় নিজেকে প্রমাণ করতে মরিয়া তিনি।
এখান থেকে রান বাড়ানোর ক্ষেত্রে অস্ট্রেলিয়ার শেষ আশা ছিল টিম ডেভিড। কিন্তু চাহাল, অক্ষর, ভুবিরা এই সময়টা বুদ্ধি করে বল করলেন। সহজে মারার জায়গা দিলেন না ক্যাঙ্গারুদের। একটি উইকেট পেলেও আজ দুর্দান্ত বল করলেন চাহাল।
অক্ষর নিলেন তিনটি উইকেট। এই জায়গা থেকে ভারতের ম্যাচটা জেতা উচিত, একইসঙ্গে সিরিজটা। না হলে সেটাই অভাব করার মত ব্যাপার হবে টিম ইন্ডিয়ার কাছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Axar Patel, IND vs AUS