#কলকাতা: চেন্নাই টু কলকাতা, চায়নাম্যান আতঙ্ক কাটল না অজিদের। ইডেনের নেটে চায়নাম্যান বোলার চাই, আবদার স্মিথদের। চেন্নাই বিমানবন্দরে শুয়ে-বসে ধোনি। কিছুটা সিরিয়াস শাস্ত্রী-কোহলি। দিনভর ঢাকা ইডেনের পিচ নিয়ে শুরু জল্পনা।
চেন্নাই টু কলকাতা। চায়নাম্যান আতঙ্ক তাড়া করছে ক্যাঙারুদের। শহরে পা দিয়েই স্থানীয় ম্যানেজারের কাছে আবদার নেটে চায়নাম্যান বোলার চাই। অনেক খোঁজাখুঁজির পর ময়দানের দ্বিতীয় ডিভিশনের পার্সি ক্লাবের এক চায়নাম্যান স্পিনারের খোঁজ মিলেছে। চায়নাম্যান পাওয়া গিয়েছে সিটি ক্লাব এবং আদিত্য ক্লাবেও। মঙ্গলবার তাদেরই কাউকে নেটে দেখা যেতেই পারে।
অন্যদিকে কোহলিদের শিবিরে পুরো অন্য ছবি। উৎসবের পক্ষে কলকাতায় পা রাখা নীল জার্সিদের অন্দরমহলেও ফেস্টিভ মুড। চিপকে জিতে চেন্নাই বিমানবন্দরেও ধরা পড়ল সেই রিল্যাক্স মেজাজ। মেঝেতে শুয়ে আড্ডায় ধোনি। সঙ্গী কোহলি, পাণ্ডিয়া। এয়ারট্রাফিকে ৪০ মিনিট বিলম্বের পর কলকাতা নেমেও বিরক্তি নেই। টিমবাসের শেষ সিটেও মাহিকে পাওয়া গিয়েছে অন্য মেজাজে।
সিরিজে পিছিয়ে মুখ গোমড়া স্মিথ-ম্যাক্সওয়েলদের। অনেক টালবাহানার পর মঙ্গলে বেলা ১২টায় ইডেনে প্র্যাকটিস। বিকেলে মরা রোদে গা ঘামাবেন কোহলিরা। তবে মাহিদের মুখে হাসি থাকলেও আকাশের মুখ ভার। দিনের বেশির ভাগ সময় ইডেনের মুখ ঢেকে সাদা প্লাস্টিকে। পিচ নিয়ে কানাঘুঁষো। উইকেটে ঢাকা থাকায় আর্দ্র থাকার আশঙ্কা। টিম সূ্ত্রে খবর, শহরে পা দিয়ে রাতে আলিপুরে শ্বশুর বাড়িতে ছুটলেন ফুরফুরে ধোনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2nd ODI, Chinaman, Cricket, Eden Gardens, India-Australia