Shane Warne on Virat: টেস্ট ক্রিকেটের প্রতি আবেগপূর্ণ সমর্থনের জন্য কোহলিকে ধন্যবাদ ওয়ার্নের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Shane Warne praise Virat Kohli for passionate support towards test cricket. বিদায় বেলায় বিরাটের জন্য শুভেচ্ছা বার্তা দিলেন শেন ওয়ার্ন, টেস্ট ক্রিকেটের প্রতি বিরাটের অবদান অনস্বীকার্য বলছেন ওয়ার্ন
#সিডনি: ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পর বিরাট কোহলির প্রশংসা শোনা গেল স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের থেকে।কোহলিকে টেস্ট ক্রিকেটকে আবেগপূর্ণ সমর্থনের জন্য টুইটারে ধন্যবাদ জানালেন তিনি। শনিবার কোহলি ভারতের টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাড়ালেন। ভারতের সবথেকে সফল টেস্ট অধিনায়ক হিসেবে তার সাত বছরের রাজত্বের অবসান ঘটালেন কোহলি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১ এ অপ্রত্যাশিত পরাজয়ের পর এই সিদ্ধান্ত নেন তিনি। কোহলির নেতৃত্বে ভারত টেস্ট ক্রিকেটে দাপিয়ে বেড়িয়েছে, বিদেশের মাটিতে সিরিজ জেতা অত্যন্ত স্বাভাবিক হয়ে গেছিল, যেটা আগে ছিল না। ৬৮টি টেস্টের মধ্যে ৪০টি টেস্ট জিতেছে ভারত, এটি একটি রেকর্ড ভারতীয় ক্রিকেটে। এই রেকর্ডের জন্যই কোহলিকে বিশ্বের অন্যতম সেরা টেস্ট অধিনায়কদের মধ্যে ধরা হয়।
advertisement
advertisement
শেন ওয়ার্ন টুইটারে লিখলেন, কোহলিকে অভিনন্দন জানাচ্ছি তার নেতৃত্বে তার দলের সাফল্যের জন্য এবং টেস্ট ক্রিকেটের প্রতি আবেগপূর্ণ সমর্থন জন্য তাকে ধন্যবাদ এবং নিশ্চিত করার জন্য যে এটাই ক্রিকেটের এক নম্বর ফরম্যাট।মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের ইতিহাসের শ্রেষ্ঠ টেস্ট ক্যাপ্টেন। এম এস ধোনির কিংবদন্তি নেতৃত্বের পর ভারতকে কখনও অধিনায়কত্বের অভাব বোধ হতে দেননি কোহলি।
advertisement
৬৮টি টেস্ট খেলে ৪০টি জয়, ৫৮.৮২% জয়ের হার রেখে তিনি অত্যন্ত সফল একজন অধিনায়ক।টেস্ট অধিনায়ক হিসেবে তার প্রথম সিরিজ জয় ২০১৫ তে শ্রীলংকার মাটিতে, ২২ বছর পর দারুচিনির দ্বীপে সেটি ছিল ভারতের প্রথম সিরিজ জয়। ইংল্যান্ডের ঘরেই ওভালে চতুর্থ টেস্টে তাদের ১৫৭ রানে হারানোর পর শেন ওয়ার্ন শেষবার তাকে বাহবা জানিয়েছিলেন। সেবারের ৫ ম্যাচের সিরিজ ভারত ২-১ এ জিতেছিল কোহলির নেতৃত্বে।
advertisement
Congrats @imVkohli on what you and your team has achieved under your leadership and thankyou for supporting test cricket so passionately and insuring that it stays the number 1 form of the game ❤️ https://t.co/zlePdPQZG0
— Shane Warne (@ShaneWarne) January 16, 2022
advertisement
তখন ওয়ার্ন তাকে বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় মহাতারকা বলেছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে কোহলি স্নায়ু হারিয়ে ফেলেছিলেন, সেটিকে ভাল চোখে দেখেননি স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। ডিন এলগারকে ডিআরএসে নট আউট দেওয়ায় ক্যাপ্টেন কোহলি স্টাম্প মাইকের ওপর নিজের হতাশা বার করেন।
এই ঘটনার পর শেন ওয়ার্ন বলেছিলেন যে এটি একটি খুব আশ্চর্য ব্যাপার এবং একজন আন্তর্জাতিক দলের অধিনায়কের থেকে এটি প্রত্যাশিত নয়। কিন্তু কখনো কখনো হতাশা উপচে পড়ে, একই জিনিষ যখন সিরিজে তিন চারবার হয় তখন হতাশা আসাটা স্বাভাবিক। কিন্তু কোহলি টেস্ট ক্রিকেটে আলাদা জায়গায় থেকে যাবেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 16, 2022 10:06 PM IST