৪০ বলে ১০০! বিশ্বকাপে ধামাকা, সেই ক্রিকেটার ভারতে এসে দুর্ঘটনায় আহত

Last Updated:

Glenn Maxwell injury: বিশ্বকাপের মাঝে দুর্ঘটনা। গাড়ি থেকে পড়ে মাথায় চোট পেলেন তারকা ক্রিকেটার।

নয়াদিল্লি: ২০২৩ বিশ্বকাপের মাঝে দুর্ঘটনার কবলে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। হঠাৎ দুর্ঘটনার কবলে পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
গলফ খেলতে গিয়ে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া।
৪ নভেম্বর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ৪ নভেম্বরের সেই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ থেকে বাদ পড়েছেন।
advertisement
আরও পড়ুন- ‘ধোনি টাকা দিচ্ছে গরিবদের’, ভয়ঙ্কর ঘটনা মহিলার সঙ্গে, রক্ষা পেল না শিশুকন্যা
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল গলফ কার্ট থেকে পড়ে চোট পেয়েছেন। Cricket.com.au রিপোর্ট করেছে, ম্যাক্সওয়েল গলফ কার্ট থেকে বসে থাকা অবস্থায় পড়ে যান।
advertisement
অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ডোনাল্ড বলেছেন, ‘ক্লাবহাউস থেকে টিম বাসে ফেরার সময় কার্টের পেছনে বসে ছিল গ্লেন। নামার সময় আহত হয় গ্লেন ম্যাক্সওয়েল। ও মাথায় আঘাত পেয়েছে। ওকে কনকাশন প্রোটোকলের মধ্য দিয়ে যেতে হবে। গ্লেন ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না।
গ্লেন ম্যাক্সওয়েলের সুস্থ হতে ৬ থেকে ৮ দিন সময় লাগতে পারে। ৭ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ অজিদের। সেই ম্যাচেও তাঁর বাদ পড়ার আশঙ্কা রয়েছে।
advertisement
গ্লেন ম্যাক্সওয়েলের চোট অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য সবচেয়ে বড় ধাক্কা। গ্লেন ম্যাক্সওয়েল এখনও পর্যন্ত বিশ্বকাপের ৬ ম্যাচে মোট ১৯৬ রান করেছেন। একটি সেঞ্চুরিও রয়েছে।
আরও পড়ুন- ‘আমি আগেই বলেছিলাম…’, ইংল্যান্ডের বিপক্ষে রোহিতের ভুলের পর্দাফাঁস করলেন কুলদীপ
গ্লেন ম্যাক্সওয়েল ২৫ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে মাত্র ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন। গ্লেন ম্যাক্সওয়েল তাঁর সেই ইনিংসে ৮টি ছক্কা এবং ৯চি চার মারেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
৪০ বলে ১০০! বিশ্বকাপে ধামাকা, সেই ক্রিকেটার ভারতে এসে দুর্ঘটনায় আহত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement