হোম /খবর /খেলা /
চেন্নাইতে টস হারল ভারত, প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

IND vs AUS: চেন্নাইতে টস হারল ভারত, প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

চেন্নাইতে টস করছেন রোহিত স্মিথ

চেন্নাইতে টস করছেন রোহিত স্মিথ

  • Share this:

চেন্নাই: বিশাখাপত্তনমে ভারত যে লজ্জার হারের সম্মুখীন হয়েছিল সেটা আশা করেননি অতি বড় সমর্থক। ভারতীয় ব্যাটিং লাইন আপ এভাবে ভেঙে পড়তে পারে আন্দাজ করা যায়নি। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক একাই শেষ করে দিয়েছিলেন ভারতীয় ব্যাটিংকে। সূর্যকুমারকে নিয়ে ভাবতে হবে ভারতকে। পর পর দু’টি ম্যাচে শূন্য রানে আউট তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর সূর্য।

কিন্তু এক দিনের ক্রিকেটে বার বার ব্যর্থ। তাঁকে বসাতে পারে ভারত। সে ক্ষেত্রে চার নম্বরে ঈশান কিশনকে সুযোগ দেওয়া হতে পারে। দলে বাঁহাতি ব্যাটারের সংখ্যাও বাড়বে। ২০১৯ সালে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিল পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ়। প্রথম দু’টি ম্যাচ জিতেছিল ভারতীয় দল। ০-২ পিছিয়ে থেকেও অ্যারন ফিঞ্চের নেতৃত্বে সিরিজ় জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া শেষ তিনটি ম্যাচে জয় পেয়েছিল সফরকারীরা।

অস্ট্রেলিয়ার সাফল্যের পিছনে সব থেকে বেশি অবদান ছিল প্যাট কামিন্স এবং উসমান খোয়াজার। কামিন্স সেই সিরিজ়ের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। খোয়াজা ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী। মুম্বইয়ে প্রথম ম্যাচ ভারত জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে। ব্যাটিং বিপর্যয়ের ফলে বিশাখাপত্তনমে ১০ উইকেটে হেরেছেন রোহিত শর্মারা।

বুধবার ম্যাচের গুরুত্ব তাই বেড়েছে। চেন্নাইয়ে ভারত হারলে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে সিরিজ় জিতে নেবেন স্টিভ স্মিথরা। সে ক্ষেত্রে ২০১৯ সালের পর ঘরের মাঠে প্রথম কোনও দ্বিপাক্ষিক এক দিনের সিরিজ় হারতে হবে ভারতকে। ফিঞ্চের দলের কাছে হারের পর ঘরের মাঠে টানা চারটি এক দিনের সিরিজ়ে জয় পেয়েছে ভারত।

জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজ়, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কোনও সিরিজ়েই একটির বেশি ম্যাচ হারেনি ভারতীয় দল। এখনও পর্যন্ত এই স্টেডিয়ামে ১৩টি এক দিনের ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে সাতটি ম্যাচ জিতেছে। হারতে হয়েছে পাঁচটি ম্যাচ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। সাধারণতচিপকের উইকেট স্পিন সহায়ক হয়ে থাকে। টস নিয়ন্ত্রণ করতে পারে ম্যাচের ফলাফল। রোহিত শর্মা অবশ্যই জানিয়েছেন বিশাখাপত্তনম একটা অ্যাক্সিডেন্ট ছিল। চেন্নাইতে হিসেবে বুঝে নিতে মরিয়া থাকবেন তারা। রোজ রোজ ভারতীয় ব্যাটিং ফ্লপ করবে না। এখন দেখা যাক বিশাখাপত্তনমের হার চেন্নাইতে কতটা প্রভাব ফেলে।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Chennai, IND vs AUS