CWC 2019: বোল্টের হ্যাটট্রিকে ২৪৩ রানে অজিদের বেঁধে ফেলল কিউইরা
Last Updated:
#লর্ডস: কিউইদের দুরন্ত বোলিংয়ে প্রায় নাগালের মধ্যেই অজিদের বেঁধে ফেলল কিউইরা ৷ নিউজিল্যান্ডের বোলিং ফলা বোল্ট ও নিশামের সামনে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ ২৪৩ রানে ৷ জয়ের জন্য এখন কিউইদের সামনে লক্ষ্যমাত্রা ২৪৪ রান ৷ ঐতিহ্যের লর্ডসে আজ অন্য লড়াই কিউইদের। পাকিস্তানের কাছে হেরে অপরাজিত তকমা চলে গিয়েছে। তাসমান পড়শিদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া উইলিয়ামসনরা। এখন সামনে টার্গেট ২৪৪ রান ৷ সেই অর্থে এখন এই রান শুধু পয়েন্ট মান ও সম্মান দুইই বাঁচানোর লড়াই ৷
ক্রিকেটের মক্কায় তাসমান পড়শিদের লড়াই। লর্ডসে আজ নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া। ফিঞ্চদের টার্গেট, শীর্ষস্থান মজবুত করা। আর নিউজিল্যান্ডের ফোকাসে দু’পয়েন্ট। নতুন লর্ডসে পুরোন শত্রুতা আরও একবার ঝালিয়ে নেওয়া। তাসমান সমুদ্রে ভাগ হওয়া দু’দেশ আজ সম্মানের যুদ্ধে।
শনিবার লন্ডনের লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুতে নিউজিল্যান্ডের বোলিং অস্ত্রের সামনে অল্প সময়ের মধ্যে একাধিক উইকেট হারিয়ে বিপদে পড়ে অজিরা ৷ শনিবার লন্ডনের লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুটা মোটেও ভাল হয়নি প্রাক্তন চ্যাম্পিয়নদের। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ১৬ ও অ্যারন ফিঞ্চ মাত্র ৮ রানে আউট। এর পর তিন নম্বরে ব্যাট করতে এসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেন উসমান খোয়াজা। ১২৯ বলে ৮৮ রানে্ ইনিংস খেলেন তিনি। এছাড়া কিউইদের দাপটের মুখে পড়ে স্টিভ স্মিথ ৫, মার্কাস স্তইনিস ২১ ও গ্লেন ম্যাক্সওয়েল ১ রান করে প্যাভিলিয়ানের রাস্তা ধরেন।
advertisement
advertisement
যদিও অস্ট্রেলিয়ার লম্বা ব্যাটিং লাইন আপ বিপর্যয় সামাল দিলেও রান রেট মাত্রাতিরিক্ত বাড়তে দেননি নিউজিল্যান্ডের বোলাররা ৷ বল হাতে আগুন ঝরান বোল্ট ও জেমস নিশাম ৷ বিশ্বকাপ হ্যাটট্রিক করে নজির গড়েন বোল্ট ৷ এবারের বিশ্বকাপে এটাই প্রথম হ্যাটট্রিক ৷নিউজিল্যান্ডের হয়ে চারটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। লকি পার্গুসন ও জেমস নিশামের ঝুলিতে ২ উইকেট। এক উইকেট নেন কেন উইলিয়ামসন।
advertisement
এবার নজর কিউইদের ইনিংসের দিকে ৷বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ন’বার। অস্ট্রেলিয়া জিতেছে ছ’বার। নিউজিল্যান্ড জিতেছে তিনবার। শেষ সাক্ষাত হয়েছিল, ২০১৫-তে। অকল্যান্ডের থ্রিলারে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন উইলিয়ামসন ৷ অধিনায়ক, মিডল অর্ডার রান পেলেও অফ ফর্মে ওপেনাররা। যা চিন্তার কারণ কিউইদের ৷ অন্যদিকে বল হাতে ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়ার বেরানডর্ফ-স্টার্ক জুটি।
সুপার স্যাটারডেতে ইতিহাসের লর্ডসে ঐতিহ্যের লড়াইয়ে চোখ ক্রিকেট বিশ্বের।
advertisement
নিউজিল্যান্ড: মার্টিন গাপ্তিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডে গ্র্যান্ডহোম, মিচেল সাঁতনার, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্তইনিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টাক৪, নাথান লিয়ঁ, জেসন বেহেনড্রফ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 29, 2019 9:41 PM IST