Ricky Ponting, England coach : নাক উঁচু ইংরেজদের দুরাবস্থার দিন! কোচ হিসেবে বিবেচিত হচ্ছে কাদের নাম জানেন?
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Australia former captain Ricky Ponting can be England coach. পন্টিং এবং গ্যারি কারস্টেনের মধ্যে একজনকে কোচ করতে চায় ইংল্যান্ড
#লন্ডন: টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের জঘন্য পারফরম্যান্স নতুন করে ভাবতে বাধ্য করেছে ইসিবি কে। কোচিং পদ্ধতি যে ঠিক হচ্ছে না, সেটা বুঝতে অনেক সময় নষ্ট করেছেন ইংলিশ বোর্ডের কর্তারা। এত খারাপের মধ্যেও প্রাক্তন ইংরেজ অধিনায়ক জো রুট উইজডেনের বিচারে বর্ষসেরা ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে কোচ হিসেবে চায় ইংল্যান্ড।
advertisement
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন ম্যানেজিং ডিরেক্টর রবার্ট কি টেস্ট দলের কোচ হিসেবে পন্টিংকে নেয়ার লক্ষ্য স্থির করেছেন। ইসিবির পছন্দের তালিকায় রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কোচ গ্যারি কারস্টেন ও প্রাক্তন লঙ্কান তারকা মাহেলা জয়বর্ধনেও। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দ্য হান্ড্রেড-এ সাউদার্ন ব্রেভের কোচের দায়িত্বে আছেন লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে।
advertisement
সাদা বলের সম্ভাব্য কোচ হিসেবে তাকে বিবেচনায় রেখেছে ইংল্যান্ড। অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০তে হারে পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও টেস্ট সিরিজ খোয়ায় ইংল্যান্ড। এরই জেরে হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। টেস্ট অধিনায়কত্ব ছাড়েন জো রুট। আর ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেন অ্যাশলে জাইলস।
Former 🇦🇺 captain Ricky Ponting is set to be one of England's main targets as they search for a new Test coach. Full story (via @TimesSport): ▶️ https://t.co/PZAQ4Pkn3j ◀️ ✍️ @legsidelizzy How do you feel about the prospect of Ricky coaching 🏴 in the 2023 Ashes series? pic.twitter.com/FOTOdp8DTf
— CODE Cricket (@codecricketau) April 17, 2022
advertisement
সামনেই টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপ। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সাইকেল চলবে ২০২৩ পর্যন্ত। তাই নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে ইসিবি। সাদা ও লাল বলের ক্রিকেটে আলাদা হেড কোচ নিয়োগ এই পরিকল্পনারই অংশ। ম্যানেজিং ডিরেক্টর রবার্ট কি বলেন, টেস্ট দলে সম্পূর্ণ ভিন্ন স্টাইলের কোচ দরকার, যিনি হবেন সংস্কৃতি এবং পরিবেশ নিয়ন্ত্রণকারী।
সবচেয়ে বড় বিষয় হল মানসিকতা, বর্তমানে যেটি খুব দুর্বল অবস্থায় আছে বলে মনে করি আমি। এর আগে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেইন গণমাধ্যমকে বলেন, আমার মতে এই মুহূর্তে ক্রিকেটে রিকি পন্টিংয়ের চেয়ে সূক্ষ্ম মস্তিষ্ক আর কারো নেই। তিনি ক্রিকেট খেলা বেশ ভালভাবে বুঝতে পারেন।
advertisement
অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইংল্যান্ডের কোচ হবেন আগে কল্পনা করা যেত না। কিন্তু এমন উদাহরন যে নেই, তা নয়। ট্রেভর বেলিস অস্ট্রেলিয়ান হয়েও ইংল্যান্ডের কোচ হয়েছেন। সাফল্য দিয়েছেন। মৃত্যুর কয়েক মাস আগে শেন ওয়ার্ন কোচ হতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই শেষ পর্যন্ত রিকি পন্টিং ইংল্যান্ডের কোচ হবেন কিনা সময় বলবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 21, 2022 4:48 PM IST