T20 World Cup, Aus beat Pak: নাটকীয় ম্যাচে ওয়েডের দুরন্ত ইনিংসে পাকিস্তানকে মাত করে ফাইনালে অস্ট্রেলিয়া
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Australia beat Pakistan to qualify for finals. নাটকীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন ম্যাথিউ ওয়েড। ৫ উইকেটে পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া।শাদাব খান ৪ উইকেট নিলেন।
পাকিস্তান - ১৭৬/৪
অস্ট্রেলিয়া- ১৭৭/৫
অস্ট্রেলিয়া জয়ী ৫ উইকেটে
#দুবাই: পাকিস্তানের রান তাড়া করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। শাহিন আফ্রিদির বলে এলবিডব্লিউ হলেন অধিনায়ক ফিঞ্চ। খাতা না খুলেই ফিরে গেলেন তিনি। ওই ওভারেই এলবিডব্লিউ আবেদন উঠেছিল মিচেল মার্শকে ঘিরে। অল্পের জন্য বেঁচে যান তিনি। চতুর্থ ওভারে ইমাদ ওয়াসিমকে ১৭ রান নিলেন ডেভিড ওয়ার্নার। হ্যারিস রউফকে আক্রমণ করলেন মিচেল মার্শ। পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৫২/১।
advertisement
advertisement
দুই শক্তিশালী ব্যাটসম্যান অস্ট্রেলিয়াকে ম্যাচের মধ্যে রেখে দিয়েছিলেন। শাদাব খান এসেই ফিরিয়ে দিলেন মার্শকে। ছয় মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরলেন মার্শ (২৮)। ডেভিড ওয়ার্নার পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু স্টিভ স্মিথ ফিরে গেলেন সেই শাদাব খানের বলে (৫)। হাততালি দিতে দেখা গেল সানিয়া মির্জাকে। এলেন ম্যাক্সওয়েল। ১০ ওভারে অস্ট্রেলিয়া পৌঁছে গেল ৮৯/৩। রান তাড়া করার ব্যাপারে সঠিক গতিতে এগোচ্ছিল অজিরা।
advertisement
এগারো ওভারের মাথায় আবার সেই শাদাব খানের ম্যাজিক। রং ওয়ান বুঝতে পারেননি ওয়ার্নার। ৪৯ করে মারতে গিয়ে জমা পড়লেন উইকেটরক্ষক রিজওয়ানের হাতে। কিন্তু পরে রিপ্লে দিয়ে দেখা যায় ব্যাটে খোঁচা লাগেনি। কিন্তু ওয়ার্নার নিজে বেরিয়ে যান। রিভিউ নেননি।
Australia are through to the final of the #T20WorldCup 2021 🔥#PAKvAUS | https://t.co/W7izrV7PAI pic.twitter.com/z7ebx6BRem
— T20 World Cup (@T20WorldCup) November 11, 2021
advertisement
স্টইনিস এবং ম্যাক্সওয়েল স্বাভাবিক গতিতে রান তুলতে পারছিলেন না। রিভার্স সুইপ মারতে গিয়ে হ্যারিস রউফকে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাক্সওয়েল (৭)। শাদাব খান চার ওভারে ২৬ রান দিয়ে নিলেন ৪ উইকেট। একবার ম্যাথিউ ওয়েড কিছুটা চেষ্টা করলেন। শেষ পাঁচ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ৬২ রান। স্তইনিস এবং ওয়েদ চেষ্টা চালিয়ে গেলেন । ৫০ রানের জুটি করে ফেললেন।
advertisement
শাহিন আফ্রিদির বলে স্কুপ করে ছয় মারলেন ওয়েড।পরের বলে আবার ছয়। এখানেই ম্যাচটা জিতে নিল অস্ট্রেলিয়া। এক ওভার বাকি থাকতেই। পাকিস্তানের দুরন্ত দৌড় অবশেষে থামল। ফাইনালে নিউজিল্যান্ড এর সামনে অস্ট্রেলিয়া।পাকিস্তান প্রথম হারল। এবং টুর্নামেন্টের বাইরে চলে গেল। আফ্রিদির এক ওভারে চারটি ছয় রং বদলে দিল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2021 11:28 PM IST