AUS vs SA WTC Final 2025: আজ ক্রিকেটের বড় দিন! ক্রিকেটের 'মক্কায়' নির্ধারিত হবে বিশ্বজয়ী কারা? অপেক্ষা কিছু সময়ের

Last Updated:

AUS vs SA WTC Final 2025: লর্ডসে প্রথম ২ দিনের খেলা থেকে এটুকু প্রমাণ হয়ে গিয়েছে এই উইকেট পেসারদের জন্য স্বর্গরাজ্য। ব্যাটাররা যেখানে নাকানিচোবানি খাচ্ছে। তৃতীয় দিনেই শেষ হবে খেলা।

(Photo Courtesy- ICC X)
(Photo Courtesy- ICC X)
লন্ডন: অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৩৮ রানে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া আট উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে, ফলে তাদের মোট লিড দাঁড়ায় ২১৮ রানে। এই পরিস্থিতিতে ম্যাচে ফিরে আসা দক্ষিণ আফ্রিকার জন্য অনেকটাই কঠিন হয়ে পড়েছে।
প্যাট কামিন্সের দুর্দান্ত বোলিং:
প্যাট কামিন্স ঝড়ো বোলিং করে ২৮ রানে ৬টি উইকেট তুলে নেন, যার ফলে দক্ষিণ আফ্রিকার ইনিংস মাত্র ৫৭.১ ওভারে গুটিয়ে যায়। এছাড়াও মিচেল স্টার্ক ৪১ রানে দুটি উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ রান করেন ডেভিড বেডিংহাম—১১১ বল খেলে ৬টি চার মেরে ৪৫ রান করেন তিনি। অধিনায়ক টেম্বা বাভুমা ৩৬ রানের একটি ইনিংস খেলেন।
advertisement
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার লিড ২০০ পেরিয়ে গিয়েছে:
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে লুঙ্গি এনগিডি (৩৫ রানে ৩ উইকেট) এবং কাগিসো রাবাদা (৪৪ রানে ৩ উইকেট) দারুণ বোলিং করেন। মাত্র ৭৩ রানে অস্ট্রেলিয়া ৭টি উইকেট হারায়। তবে এরপর অ্যালেক্স ক্যারি (৪৩ রান, ৫০ বল, ৫টি চার) এবং মিচেল স্টার্ক (অপরাজিত ১৬) অষ্টম উইকেটে ৬১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন, যা দলের লিডকে ২০০ রানের ওপরে নিয়ে যায়। দিনের শেষে নাথান লায়ন এক রানে অপরাজিত রয়েছেন।
advertisement
advertisement
অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া:
লর্ডসে প্রথম ২ দিনের খেলা থেকে এটুকু প্রমাণ হয়ে গিয়েছে এই উইকেট পেসারদের জন্য স্বর্গরাজ্য। ব্যাটাররা যেখানে নাকানিচোবানি খাচ্ছে। প্রথম ইনিংসেই ১৫০-র গন্ডি পেরোতে পারেনি প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ২১৮ লিড হয়ে গিয়েছে। হাতে এখনও ২ উইকেট। ফলে যেই টার্গেটই এখান থেকে দিক অজিরা তা দক্ষিণ আফ্রিকার জন্য বড় চ্যালেঞ্জ হবে। অবিশ্বাস্য কিছু না ঘটলে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে তৃতীয় দিনেই ট্রফি জিতে পরপর দুবার টেস্টের বিশ্বসেরা হবে ব্যাগি গ্রিনরা।
বাংলা খবর/ খবর/খেলা/
AUS vs SA WTC Final 2025: আজ ক্রিকেটের বড় দিন! ক্রিকেটের 'মক্কায়' নির্ধারিত হবে বিশ্বজয়ী কারা? অপেক্ষা কিছু সময়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement