ফাইনালে মেসিকে আটকানোর দায়িত্ব বুঝে নিলেন ফরাসি মিডফিল্ডার! দিচ্ছেন হুঙ্কার
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Aurlelien Tchouameni has been imposed with the duty of marking Lionel Messi in world cup final. ফাইনালে মেসিকে আটকানোর দায়িত্ব বুঝে নিলেন ফরাসি মিডফিল্ডার! দিচ্ছেন হুঙ্কার
#দোহা: চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ফ্রান্সের জার্সিতে প্রথম গোলটা করেছিলেন তিনি। দূরপাল্লার জোরালো শটে। যদিও এই ফ্রান্স দলটায় তার কাজ গোল করা নয়। মাঠের মাঝখানে দাঁড়িয়ে বিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়া এবং সেটা সতীর্থদের বাড়িয়ে দেওয়া। ২২ বছরের আরেলিন
চোয়ামেনি সেই কাজটা দক্ষতার সঙ্গে করে আসছেন এই টুর্নামেন্টে।
ফাইনালে লিওনেল মেসিকে আটকানোর দায়িত্ব থাকছে চোয়ামেনির ওপর। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ রিয়াল মাদ্রিদের এই তরুণ ফুটবলারকেই বেছে নিয়েছেন মেসির মার্কার হিসেবে। এবারের বিশ্বকাপে ব্লকার অথবা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি বল কেড়েছেন তিনি। এই ব্যাপারে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, বেলজিয়ামের মতো দলগুলোর ব্লকারদের পেছনে ফেলেছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন - কালা জাদু করছে আর্জেন্টিনা ভক্তরা! ফ্রান্সকে আটকাতে মেসি ম্যাজিকের পর এবার ব্ল্যাক ম্যাজিক
রিয়াল মাদ্রিদর চোয়ামেনির অবশ্য খুব একটা টেনশন নেই মেসিকে আটকানোর দায়িত্ব পেয়ে। পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি ১০০ ভাগ নিশ্চিত সঠিকভাবে দায়িত্ব পালন করার ব্যাপারে। এমনকি হুমকি দিয়েছেন মেসি তাকে একবার টপকালেও, দ্বিতীয়বার পারবেন না। এমনকি তিনি মনে করেন ফাইনালে মেসিকে এমবাপে আবার দেখিয়ে দেবে আসল রাজা কে!
advertisement
🎙Toni Kroos: "World Cup final? France for personal reasons: Tchouaméni and Camavinga. On the other hand, to be honest, with a career like Messi's, it wouldn't be wrong if Argentina won.” pic.twitter.com/Vs45dgFb9r
— All Sportz 🏀⚽ (@Allsportztv) December 15, 2022
প্রতিপক্ষ যে বিশ্বের সেরা ফুটবলার সেটা মাথাতেই রাখতে চান না তরুণ ফরাসি। পোগবা এবং কন্তের মতো ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপে খেলছে ফ্রান্স। এই দুজনের জায়গাটা ভরাট করছেন তরুণ এই ব্লকার। তাই সামনে প্রতিপক্ষ হিসেবে মেসি থাকলেও ফাইনালের মত বড় মঞ্চেও আত্মবিশ্বাসী থাকছেন তিনি।
advertisement
তার লক্ষ্য আর্জেন্টিনার বিরুদ্ধে ৯০ মিনিটে খেলা শেষ করে দেওয়ার। মরক্কোর বিরুদ্ধে অসুস্থ হলেও ফাইনালে ফিট হয়ে ফিরছেন ফ্রান্সের রাবিও। এটাও বড় স্বস্তির কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 17, 2022 1:26 PM IST