কালা জাদু করছে আর্জেন্টিনা ভক্তরা! ফ্রান্সকে আটকাতে মেসি ম্যাজিকের পর এবার ব্ল্যাক ম্যাজিক
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Argentina football fans doing bit of black magic for final against France in Qatar. বিশ্বকাপ ফাইনালের আগে হঠাৎ চর্চায় আর্জেন্টিনার ব্ল্যাক ম্যাজিক
#দোহা: আর তর সইছে না আর্জেন্টিনার ফুটবল ভক্তদের। রবিবার কখন শুরু হবে ফাইনাল। কখন মাঠে বল গড়ানো শুরু হবে। কখন তাদের আইকন লিওনেল মেসি বল পায়ে এগিয়ে যাবেন ফ্রান্সের ডিফেন্স ভাঙতে। কাজটা অবশ্য এতটা সহজ হবে না জানেন সবাই। উল্টোদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে আর্জেন্টিনার ফুটবল ভক্তরা অবশ্য ফাইনালে শুধু মেসি ম্যাজিকের ভরসায় থাকতে রাজি নন।
তারা শুরু করেছেন ব্ল্যাক ম্যাজিক। শুধু কাতারে উপস্থিত সমর্থকরা নন, কয়েক হাজার মাইল দূরে নিজেদের দেশেও কালা জাদু করছে আর্জেন্টাইনরা। পৃথিবীতে ভাল মানুষের পাশাপাশি রয়েছে কিছু খারাপ মানুষও। যাদের অনেকে ভালোর জন্য খারাপ, আবার অনেকে খারাপের জন্য ভাল কিছুর আশ্রয় নেয়। ৩৬ বছর পর আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।
advertisement
আরও পড়ুন - আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও উৎসব হবে না কোচ স্কালোনির গ্রামে! কারণটা জানলে কেঁদে ফেলবেন
ফ্রান্সের কাছে হেরেই গতবার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়েছিল আর্জেন্টিনার। এবার যেন তাদের কাছে হেরে কাঁদতে না হয়, সেজন্য ‘কালো জাদুর’ আশ্রয় নিচ্ছে কতিপয় আর্জেন্টাইন। কাতার বিশ্বকাপকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বেশ আলোচিত হয়েছে ‘অ্যাসোসিয়েশন অব আর্জেন্টাইন জাদুকর’ আইডি।
advertisement
advertisement
সেখান থেকেই ছড়ানো হচ্ছে ফ্রান্সকে কালো জাদু করা সম্পর্কিত নানা রকম তথ্য।তাদের একজন জানান, আমরা যা বিশ্বাস করি সেখান থেকেই এটা করছি। এখানে কাউকে অসম্মান করা হচ্ছে না। এখানে সবাই তাই করছে যা তারা চাচ্ছে। আমরা কেবল তাদের দিক নির্দেশনা দিচ্ছি। অ্যাসোসিয়েশন অব আর্জেন্টাইন জাদুকর থেকে জানানো হয়, তারা অনেক শক্ত কিছু দিয়ে আবদ্ধ এবং বিশেষ করে এমবাপেকে তারা এভাবে আটকে রেখেছে।
advertisement
তবে শত বাধা অতিক্রম করে হলেও ফ্রান্স দলকে কালো জাদুর আয়ত্তে নিয়ে আসার ব্যাপারে অ্যাসোসিয়েশন বদ্ধপরিকর। তাদের কথায়- আমাদের আকুল ভালোবাসা, শক্তি এবং সম্প্রীতি আর্জেন্টিনা দলকে আরও সুরক্ষিত রাখবে। যদি আর্জেন্টিনা শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারে, তাহলে এটা হবে আমাদের বড় বিজয়। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলেও কালা জাদুর চর্চা হয়েছে বহুবার। এবার দেখার ফাইনালে কালা জাদু কাজে দেয় কিনা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 17, 2022 12:38 PM IST