অ্যাওয়ে ম্যাচে গোলের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অ্যাটলেটিকো

Last Updated:

বায়ার্ন মিউনিখ: ২( অ্যালোন্সো- ৩১', লেভানডস্কি- ৭৪') অ্যাটলেটিকো মাদ্রিদ: ১ ( গ্রিজম্যান-৫৩') এগ্রিগেট- ২-২ ( অ্যাওয়ে ম্যাচে গোল করার সুবাদে ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ)

বায়ার্ন মিউনিখ: ২( অ্যালোন্সো- ৩১', লেভানডস্কি- ৭৪')
অ্যাটলেটিকো মাদ্রিদ: ১ ( গ্রিজম্যান-৫৩')
এগ্রিগেট- ২-২ ( অ্যাওয়ে ম্যাচে গোল করার সুবাদে ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ)
advertisement
#মিউনিখ:  অ্যাওয়ে ম্যাচে গোল করাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা মঙ্গলবার গভীর রাতে ফের হাড়ে হাড়ে টের পাওয়া গেল ৷ ঘরের মাঠে সেমিফাইনালের প্রথম লেগ ১-০ গোলে জিতে রাখায় এই ম্যাচে এমনিতেই অ্যাডভান্টেজ পজিশনে ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ৷ এদিন ২-১ গোলে হেরেও তাই ফাইনালে প্রবেশ করতে কোনও সমস্যা হল না তাদের ৷ কারণ একটাই, ম্যাচের ৫৩ মিনিটে গ্রিজম্যানের গোল ৷ ওই একটা গোলই ম্যাচের রং বদলে দিতে সফল ৷
advertisement
বায়ার্ন ফাইনালে উঠতে না পারলেও এদিনের ম্যাচে যথেষ্ট হাড্ডাহাড্ডির লড়াই দেখা গিয়েছে ৷ গোল-পাল্টা গোল , পেনাল্টি, পেনাল্টি সেভ , সবই দেখা গিয়েছে এই ম্যাচে ৷ ম্যাচের ৩১ মিনিটেই অ্যালোন্সোর গোলে এগিয়ে যায় বায়ার্ন ৷ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে জার্মান দল ৷ ফাইনালে ওঠার জন্য বায়ার্নের দরকার ছিল আরও দু’গোল ৷ কিন্তু ৭১ মিনিটে লেভানডস্কির গোল ছাড়া আর কোনও গোল পায়নি বায়ার্ন ৷ দ্বিতীয় লেগে তাই ১-২ গোলে হেরেও ড্র ম্যাচে অ্যাওয়ে গোলের সৌজন্যে ফাইনালে টোরেস, গ্রিজম্যানরা৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অ্যাওয়ে ম্যাচে গোলের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অ্যাটলেটিকো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement