মোহনবাগান...মোহনবাগান...আজ সারা বাংলায় একটাই স্লোগান! 'পুরনো শত্রু'কে হারালেই ভারতসেরা

Last Updated:

Atk Mohunbagan vs Bengaluru Fc: সামনে পুরনো শত্রু। হারাতে পারলেই আজ আবার ভারতসেরা মোহনবাগান। সারা বাংলা আজ সবুজ-মেরুন!

গোয়া: গোয়ার মান্ডভীর তীরে প্রথম আইএসএল ট্রফি জয়ের লক্ষ্যে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। প্রতিকুলতা ছাপিয়ে প্রত্যাশার পারদ ছোঁয়ার ডাক মেরিনার্সদের সাজঘরে।
রয় কৃষ্ণা, সন্দেশ জিঙ্ঘান, প্রবীর দাসদের মতো বাগান প্রাক্তনীদের বিরুদ্ধে ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী সবুজ মেরুন শিবির। ৯০ মিনিটেই বাজিমাত করতে মরিয়া এটিকে মোহনবাগান ব্রিগেড।
২০১৫-তে কান্তিরাভায় বেঙ্গালুরু বধ করেই বাগানের প্রথম আই লিগ জয়। আট বছরের ব্যবধানে বাগানের আইএসএল জয়ের পথেও সামনে সেই বেঙ্গালুরু এফসি। লড়াই এবার গোয়ার ফাতোরদায়।
advertisement
advertisement
আরও পড়ুন- 'ভাইজান কাউকে বলবেন না প্লিজ'! সচিনের কাছে কেন ক্ষমা চেয়েছিলেন শোয়েব?
সুনীল ছেত্রীদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসে ঝলমল করছে প্রীতম কোটাল, হুগো বুমোসরা। ফেরান্দোর বেঙ্গালুরু ভাবনায় একমাত্র কাঁটা সদ্য চোট সারিয়ে ওঠা আশিক কুরিয়ান। তাঁর প্রথম একাদশে শুরু করা নিশ্চিত নয়। ‌চিন্তায় দলের বক্স স্ট্রাইকারের অভাব।
যদিও ম্যাচের পর ম্যাচ সেই অভাব পালা করে মেটাচ্ছেন পেত্রাতোস, মনবীর, লিস্টন কোলাসোরা। স্লাভকো আসার পর প্রীতমদের সাথে সবুজ-মেরুন রক্ষণও এখন অনেকটাই ঠাসবুনোট। অপেক্ষা এখন শনিবাসরীয় সন্ধ্যায় মান্ডবীর তীরে ফাতোরদায় ঝলসে ওঠার।
advertisement
বাগানের এখন পাখির চোখ শুধুই আইএসএল ট্রফি। এবং তা নব্বই মিনিটের মধ্যে সম্পন্ন করে ফেলা। গোয়ায় পৌঁছে কোচ জুয়ান ফেরান্দো মাঠ দেখতে বেরিয়ে ছিলেন। আগে তিনি এফসি গোয়ার কোচ ছিলেন। ফলে এখানকার মাঠ তাঁর চেনা।
ছেড়ে যাওয়া প্রথম ক্লাব কোচিংয়ের জায়গায় সেরার তকমা জয়ের স্বপ্ন। তবে বাগান কোচ জানেন, ফাইনালে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি কঠিন চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি। সুনীল ছেত্রীকে নিয়ে আলাদা প্ল্যান বাগান কোচের রয়েছে বলে খবর। তবে রয় কৃষ্ণা, প্রবীর, সন্দেশ, জাভি, জয়েশের মতো বাগানের পাঁচ প্রাক্তনীর উপস্থিতি ফেরান্দোর মুখের গ্রাস কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।
advertisement
আরও পড়ুন- আমাদের একই রকম দেখতে, বিরাটের বায়োপিকে অভিনয় নিয়ে রামচরণের মন্তব্য ঘিরে তোলপাড়!
টানা ১১ ম্যাচ জিতে ট্রফি জয় সামনে পৌঁছেছে বেঙ্গালুরু। তাই গোটা দলকেই বাড়তি সমীহ মোহনবাগান শিবিরের। সবুজ মেরুন কোচ প্রতিপক্ষের কোনও একজন ফুটবলারের ওপর নজর রাখার চেয়ে পুরো দলকেই গুরুত্ব দেওয়ার কথা বলছেন।
এটিকে-মোহনবাগান বনাম বেঙ্গালুরুর আইএসএল ফাইনালের সাক্ষী থাকতে উপচে পড়বে উনিশ হাজারি ফাতোরদা। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্তের পাশাপাশি ফাইনালে উপস্থিতি থাকবেন এফএসডিএলের চেয়ারপার্সন নীতা আম্বানি ও বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
advertisement
করোনা পরবর্তী পরিস্থিতিতে আইএসএল ফাইনালে সমাপ্তি অনুষ্ঠান থাকছে। সমর্থকদের জন্য ফুটবলের পাশাপাশি বিনোদনের একাধিক পসরা সাজানো থাকছে আয়োজকদের তরফে। থাকছে বিখ্যাত ডিজে-র পারফরম্যান্স।‌ পারফর্ম করবেন ডিজে চেতস।
এসবের পাশাপাশি পারফর্ম করবে গোয়ার বিখ্যাত ব্যান্ড 'এ টোয়েন্টি সিক্স'। সব মিলিয়ে শনিবারের আইএসএল ফাইনাল ঘিরে প্রস্তুতি তুঙ্গে। এখন দেখার গোয়া থেকে ট্রফি বাংলায় আসে নাকি বেঙ্গালুরু পাড়ি দেয়।‌
বাংলা খবর/ খবর/খেলা/
মোহনবাগান...মোহনবাগান...আজ সারা বাংলায় একটাই স্লোগান! 'পুরনো শত্রু'কে হারালেই ভারতসেরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement