ATK Mohun Bagan, AFC Cup : পাসিং ফুটবলেই এএফসি কাপে বিপক্ষকে উড়িয়ে দিতে চান মোহনবাগান কোচ হুয়ান
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ATK Mohunbagan coach Juan Ferrando wants to play attractive passing football in AFC cup. পাসিং ফুটবলেই এএফসি কাপে বিপক্ষকে উড়িয়ে দিতে চান মোহনবাগান কোচ
#কলকাতা: পাস, পাস এবং পাস। বিভিন্ন রকম পাস, একেবারে অন্য ধরনের ফুটবল। নিজে বার্সেলোনায় জন্মেছিলেন। তাই ফুটবল মানে শুধু জেতা নয়, সুন্দর খেলে জেতা! এমনটাই বিশ্বাস এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডোর। যুবভারতীতে আগের মাসে শ্রীলঙ্কার ব্লু স্টার এবং বাংলাদেশের ঢাকা আবাহনীর চ্যালেঞ্জ টপকাতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি এটিকে মোহনবাগানকে।
কিন্তু এবার গ্রুপ পর্বে লড়াই অনেক বেশি কঠিন। গতবার এএফসি কাপের ইন্টার জোন প্লে-অফ সেমি-ফাইনালে উঠলেও শেষরক্ষা হয়নি। এবার সেই গণ্ডি পেরনোর লক্ষ্য নিয়ে এএফসি কাপের গ্রুপ পর্বে অভিযান শুরু করছে এটিকে মোহন বাগান। প্লে-অফ সেমি-ফাইনাল খেলতে হলে বোমাসদের গ্রুপ সেরা হতেই হবে। ১৮ মে সল্টলেক স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলা শুরু।
advertisement
advertisement
গত বারের মতো এবারও সবুজ-মেরুন ব্রিগেড সহজ গ্রুপে। তবুও প্রতিপক্ষ দলগুলিকে হাল্কাভাবে দেখতে নারাজ রয় কৃষ্ণরা। ঘরের মাঠে সমর্থকদের সামনে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী হুয়ান ফেরান্দোর দল। শুক্রবার হুগো বুমু বলেন, এই গ্রুপে পারফরম্যান্সের ভিত্তিতে আমরাই সেরা দল। বড় কোনও অঘটন না ঘটলে এক নম্বরেই থাকব। প্রস্তুতি যথেষ্ট ভাল হয়েছে।
advertisement
📣 📣 ANNOUNCEMENT 📣📣 Tickets for our AFC Cup Group matches are LIVE now on BookMyShow! Buy here: https://t.co/tpN8upc2Jl#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia #AFCCup2022 pic.twitter.com/f3J937qQKQ
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) May 12, 2022
প্রাথমিক পর্বের দু’টি ম্যাচে আট গোল করেছি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে কোনও অজুহাতই ধোপে টিকবে না। এটিকে মোহনবাগানের ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার প্রতিপক্ষ তিনটি দলেরই ভিডিও দেখেছেন। তাঁর কথায়, গ্রুপে সবচেয়ে শক্তিশালী বসুন্ধরা কিংস। যথেষ্ট ভারসাম্য রয়েছে এই দলে। তারপরেই গোকুলাম এফসি’র কথা বলতে হয়।
advertisement
আই লিগে এবার দারুণ খেলছে ওরা। তবে তিন দলকেই হারাতেই পারি আমরা। দলের শক্তি নিয়ে আত্মবিশ্বাসী মিডফিল্ডার কাউকো। তাঁর কথায়, আমরা খেলার মধ্যেই রয়েছি। প্রাথমিক পর্বে দু’টি জয় পেয়েছি। প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলকে হারানোর পর দল ছন্দে রয়েছে। কোচ আমাকে সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে ব্যবহার করছেন।
এই জায়গায় খেলেও গোল পাচ্ছি। তবে শুধু এই দুজন নয়। ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ, তিরি এবং কার্ল ম্যাক হিউ তৈরি এএফসি কাপে নিজেদের সেরাটা দিতে। বাংলাদেশের বসুন্ধরা কিংস দলটিতে ব্রাজিলিয়ান এবং জাম্বিয়ান ফুটবলার উঁচু মানের। কোচ অস্কার ভারতে কোচিং করে গিয়েছেন।
advertisement
ফলে ভারতীয় ফুটবল সম্পর্কে তিনি নতুন নন। বাংলাদেশের প্রতিপক্ষকে যেমন শ্রদ্ধা করছে এটিকে মোহনবাগান, তেমনই আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম এবং মালদ্বীপের মজিয়া সম্পর্কেও হোমওয়ার্ক করে রেখেছেন স্প্যানিশ কোচ। পাসের ফুলঝুরিতেই বিপক্ষকে নাকাল করার ভাবনায় সবুজ মেরুন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2022 4:53 PM IST