ATK Mohun Bagan : মোহনবাগানের ঘরে ফেরা! ক্লাব মাঠেই অনুশীলন করে ডুরান্ড খেলবে সবুজ মেরুন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ATK Mohun Bagan will practice at Mohun Bagan ground ahead of Durand cup. নিজেদের মাঠেই অনুশীলন করবেন মোহনবাগান! ডুরান্ড জয়ের লক্ষ্যে ফেরান্ডো
জানা গিয়েছে, প্রাথমিকভাবে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডই পছন্দ ছিল ফেরান্দোর। তবে ডুরান্ড কাপে অংশগ্রহণকারী বাকি আইএসএল দলগুলির অনুশীলনের জন্য আগেই তা রিজার্ড করে রেখেছে সেনাবাহিনী। এমনকী, রাজারহাটে সেন্টার অব এক্সেলেন্সের মাঠও পাচ্ছে না মোহনবাগান। তাই ক্লাবের মাঠেই দল নিয়ে প্রস্তুতি সারবেন ফেরান্দো।
আরও পড়ুন - IND vs WI : বিমান ভাড়া সাড়ে তিন কোটি টাকা! ধাওয়ানদের ওয়েস্ট ইন্ডিজ পাঠাতে বিশাল খরচ বোর্ডের
১৬ আগস্ট ডুরান্ডের কাপের উদ্বোধনী ম্যাচে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে মোহন বাগান। তার আগে ৬ আগস্ট মহমেডানের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে মাঠে নামবেন প্রীতম-মনবীররা। তাই শহরে পা রাখার আগেই ফুটবলারদের জন্য ট্রেনিংয়ের যাবতীয় রূপরেখা তৈরি করে দিচ্ছেন ফেরান্দো।
advertisement
advertisement
দু-একদিনের মধ্যেই সব ফুটবলাররা একত্রিত হবেন কলকাতার টিম হোটেলে। তারপরই কোচের নির্দেশ মতো ফিজিক্যাল ট্রেনিং সারবেন তাঁরা। সব বিদেশি ফুটবলার চূড়ান্ত করে নিয়েছে এটিকে মোহনবাগান। এবার নিবিড় অনুশীলন করিয়ে তাদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলা একমাত্র লক্ষ্য।
এদিকে, প্রকাশিত হল ডুরান্ড কাপের গ্রুপ পর্বের চূড়ান্ত সূচি। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মোহনবাগান (১৬ আগস্ট, যুবভারতী), মুম্বই সিটি এফসি (২২ আগস্ট, যুবভারতী), রাজস্থান ইউনাইটেড (২৬ আগস্ট, নৈহাটি), ইন্ডিয়ান নেভি (৩ সেপ্টেম্বর, যুবভারতী)। ইস্ট বেঙ্গল ছাড়া গ্রুপ পর্বে মোহন বাগানের বাকি তিন প্রতিপক্ষ যথাক্রমে রাজস্থান ইউনাইটেড (২০ আগস্ট, নৈহাটি), ইন্ডিয়ান নেভি (২৪ আগস্ট, কিশোর ভারতী ক্রীড়াঙ্গন) ও মুম্বই সিটি এফসি (২৮ আগস্ট, যুবভারতী)। কলকাতার অপর ক্লাব মহমেডান খেলবে যথাক্রমে এফসি গোয়া (১৯ আগস্ট, যুবভারতী), বেঙ্গালুরু এফসি (২৫ আগস্ট, যুবভারতী), জামশেদপুর এফসি (৩১ আগস্ট, যুবভারতী) ও ইন্ডিয়ান এয়ার ফোর্স (৪ সেপ্টেম্বর, নৈহাটি)।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2022 5:14 PM IST