হোম /খবর /খেলা /
মোহনবাগানের নতুন মুক্তিদাতা ম্যাক হিউ, কেরলকে হারিয়ে শেষ ৬ নিশ্চিত

মোহনবাগানের নতুন মুক্তিদাতা ম্যাক হিউ, কেরলকে হারিয়ে শেষ ৬ নিশ্চিত সবুজ মেরুন ব্রিগেডের

জোড়া গোল করলেন ম্যাক হিউ

জোড়া গোল করলেন ম্যাক হিউ

ATK Mohun Bagan qualified for last 6 in Indian super league as Carl Mc Hugh scores brace against Kerala Blasters. কলকাতায় কেরলকে হারিয়ে তিনে উঠে শেষ ছয় নিশ্চিত মোহনবাগানের

  • Share this:
এটিকে মোহনবাগান - ২( ম্যাক হিউ)কেরল ব্লাস্টার্স - ১( দিমিয়ানটাকস )

কলকাতা: শনিবার আইএসএলের প্লে অফ লড়াইয়ে টিকে থাকতে গেলে এবং প্রথম ছয়ের ভেতর টিকে থাকতে গেলে জয় ছাড়া রাস্তা ছিল না এটিকে মোহনবাগানের। তবে কাজটাও যে সহজ ছিল না তার জন্য ফুটবল বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ে না। পরিস্থিতি যা, নক-আউটে পৌঁছনোর জন্য শেষ দু’টি ম্যাচের মধ্যে অন্তত একটিতে জিততেই হত হুগো বোমাসদের।

তবে প্রথম তিনে শেষ করার স্বপ্ন এখনও দেখছেন কোচ ফেরান্দো। উল্লেখ্য আজকের ম্যাচের আগে এ পর্যন্ত ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ছিল মোহনবাগান। আর সমসংখ্যক ম্যাচে কেরলের সংগ্রহ ৩১। তবে শনিবার জিততে পারলে এক লাফে তিনে উঠে আসতেন প্রীতমরা। ম্যাচের ১৬ মিনিটে গোল করে এগিয়ে গেল কেরাল।

দিমিয়ানটাকসের গোলে পুরো বোকা হয়ে গেল গোটা মোহনবাগান ডিফেন্স। তবে লড়াই করে ২৪ মিনিটে সমতা ফিরিয়ে আনল সবুজ মেরুন। দিমিত্রির ফ্রিকিক হেডে ফিনিশ করে গেলেন ম্যাক হিউ। দুর্দান্ত সাহসী হেডে। এরপর প্রথমার্ধের বাকি সময়টা আর সেভাবে কিছু করে উঠতে পারেনি হুয়ান ফেরান্ডোর দল। হুগো বুমু শুরুতেই উঠে গেলেন প্রথম ৪৫ মিনিটের পরে।

তার জায়গায় এলেন গায়েগো। মোহনবাগানের তুলনায় অনেক বেশি পাস খেলছিল কেরল। ৬৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখলেন কেরলের রাহুল কে পি। তার আগে হলুদ কার্ড দেখে কলকাতার ডার্বি থেকে ছিটকে গেলেন মোহনবাগানের ব্র্যান্ডন হামিল। আশিস রাইকে বক্সে ফেলে দেওয়া হলেও পেনাল্টি পায়নি মোহনবাগান।

উত্তেজনা ছড়িয়ে গেল দুই দলের বেঞ্চে। ৭১ মিনিটে এগিয়ে গেল এটিকে মোহনবাগান। মনবীরের নামিয়ে দেওয়া একটা বল দুর্দান্ত ভলিতে জালে জড়িয়ে দিলেন সেই ম্যাক হিউ। সুযোগ ছিল না কেরলের গোল রক্ষকের সামনে। মাঠে উপস্থিত দর্শকরা এরপর চিৎকার করে নিজেদের প্রিয় দলের মোটিভেশন বাড়াতে থাকেন। কিছুক্ষণ পরে মাঠে নিয়ে আসা হয় লিস্টনকে।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: ATK-Mohun Bagan