ATK MB Juan Ferrando : মোহনবাগান সমর্থকদের দর্শনীয় ফুটবল উপহার দিতে চান নতুন ম্যানেজার হুয়ান ফেরান্ডো

Last Updated:

ATK Mohun Bagan new coach Juan Ferrando promises best brand of football. আজ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এটিকে মোহনবাগান বেঞ্চে থাকবেন নতুন ম্যানেজার ফেরান্ডো

আজ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এটিকে মোহনবাগান বেঞ্চে থাকবেন নতুন ম্যানেজার
আজ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এটিকে মোহনবাগান বেঞ্চে থাকবেন নতুন ম্যানেজার
ফেরান্ডো (ATK Mohun Bagan Coach Juan Ferrando)। জল্পনার অবসান হয়ে গিয়েছিল সোমবার রাতেই। এটিকে মোহনবাগানের কোচ হিসেবে নিয়োগ করা হল জুয়ান ফেরান্দোকেই। স্পেনীয় কোচই যে সবুজ-মেরুনের হটসিটে বসতে চলেছেন, তা কার্যত নিশ্চিতই ছিল রবিবার।
advertisement
advertisement
অপেক্ষা ছিল, কখন তা সরকারি ভাবে ঘোষণা করা হয়। অবশেষে সোমবার সন্ধেয় এটিকে মোহনবাগানের তরফে ঘোষণা করে দেওয়া হয় ফেরান্দোর নাম। এটিকে মোহনবাগানে যোগ দিয়ে ফেরান্দো বলেছেন, এই দলের হয়ে আমি প্রথম দিন থেকে নিজের ১১০ শতাংশ দেব, যাতে সমর্থকরা সেরা ফুটবল দেখতে পান। আশা করি খুব তাড়াতাড়ি একসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করার সুযোগ পাব আমরা। দল যাতে সব সময় নিজের সেরাটা মাঠে দিতে পারে, সেই প্রচেষ্টাই থাকবে আমার।
advertisement
উল্লেখ্য, সোমবারই গোয়ার কোচ হিসেবে ফেরান্দোর পদত্যাগের কথা ঘোষণা করেছিল এফসি গোয়া (FC Goa)। তখনই স্পষ্ট হয়ে যায় বিষয়টা। যদিও ফেরান্দো যেভাবে গোয়া ছেড়েছেন তাতে খুশি নয় তাদের দল পরিচালন সমিতি। দলের ফুটবল ডিরেক্টর রবি পুষ্কুর বলেছিলেন, হুয়ানকে হারিয়ে আমরা অত্যন্ত হতাশ। ওর ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত এবং আমরা প্রত্যেকে অবাক হয়েছি। বিশেষত মরসুমের মাঝপথে এই সিদ্ধান্ত নেওয়া একেবারেই যৌক্তিক ছিল না।
advertisement
বার্সেলোনায় জন্মানো এই কোচ নিজের ফুটবল জীবন চোটের কারণে দীর্ঘায়িত করতে পারেননি। মাত্র উনিশ বছর বয়সেই শেষ হয়ে গিয়েছিল বড় ফুটবলার হওয়ার স্বপ্ন। কিন্তু হার মানেনি তিনি। কোচিং ডিগ্রি সম্পন্ন করার পর মালাগার জুনিয়র টিমের দায়িত্বে ছিলেন। ২০১৩ সালে মলদোভার শেরিফ তিরাসপলের দায়িত্ব নেন তিনি। প্রথমবার ইউএফা চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফাইং রাউন্ডে তৃতীয় পর্ব পর্যন্ত ওঠে দল।
advertisement
এছাড়াও গ্রিস এবং স্পেনের তৃতীয় ডিভিশন ক্লাবের দায়িত্ব সামলেছেন। তিনি আক্রমনাত্মক ফুটবল খেলাতে ভালোবাসেন। পাসের ফুলঝুরি ফোটাতে পছন্দ করেন। গতবার দলকে সেমিফাইনালে তুলেছিলেন। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে গোয়া এফসি চ্যাম্পিয়নস লিগ খেলেছিল।
কয়েক মাস আগে কলকাতার মোহামেডানকে হারিয়ে গোয়াকে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। মঙ্গলবার আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড (ATK Mohun Bagan vs North East United) এর বিরুদ্ধে ম্যাচ রয়েছে এটিকে মোহনবাগানের। তার আগেই হেড কোচ নিয়োগ করে ফেলল সবুজ মেরুন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ATK MB Juan Ferrando : মোহনবাগান সমর্থকদের দর্শনীয় ফুটবল উপহার দিতে চান নতুন ম্যানেজার হুয়ান ফেরান্ডো
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement