ATK Mohun Bagan Liston Colaco : বিদেশিদের ভিড়ে আইএসএলে উজ্জ্বল নক্ষত্র এটিকে মোহনবাগানের লিস্টন কোলাসো
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ATK Mohun Bagan Liston Colaco promises to score against FC Goa. পুরনো ক্লাব এফ সি গোয়ার বিরুদ্ধে গোল করার শপথ নিয়েছেন লিস্টন
রেকর্ড অর্থে তাকে নিয়ে ভুল করেনি কলকাতার দল, তার প্রমাণ দিয়েছেন তরুণ গোয়ান। ইতিমধ্যে গোল করা এবং করানোর ক্ষেত্রে ধারাবাহিকতা দেখিয়েছেন। অ্যান্টোনিও লোপেজ হাবাস থেকে শুরু করে বর্তমান ম্যানেজার হুয়ান (Juan Ferrando) তাঁর ওপর ভরসা রাখছেন। কোচ বদলে জয়ের স্বাদ পেয়েছে এটিকে মোহন বাগান। টানা চার ম্যাচ পরে কাঙ্ক্ষিত তিন পয়েন্ট এসেছে সবুজ-মেরুনে।
advertisement
advertisement
মঙ্গলবার নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে নড়েচড়ে বসেছেন কোচ হুয়ান ফেরান্দো। বুধবারই রয় কৃষ্ণা, প্রীতম কোটালদের নিয়ে অনুশীলনে নেমে পড়লেন স্প্যানিশ কোচ। নতুন করে দল সাজানোর পরিকল্পনা নিয়েছেন তিনি। ফেরান্দোর প্রথম কাজ রক্ষণ সংগঠন জমাট করা। প্রতিযোগিতার প্রথম ৭টি ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেড দল ১৫ গোল হজম করেছে।
advertisement
এই পরিসংখ্যানেই স্পষ্ট, সন্দেশ ঝিংগানের অভাব পূরণ হয়নি। এটিকে মোহন বাগান আপাতত ১৬টি গোল করলেও স্ট্রাইকার রয় কৃষ্ণা প্রত্যাশিত ছন্দে নেই। তবে এখন সবুজ-মেরুন সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছেন লিস্টন কোলাসো। তাঁর নামের পাশে রয়েছে চার গোল। সর্বাধিক গোলদাতার তালিকায় একমাত্র ভারতীয় ফুটবলার হিসেবে উজ্জ্বল গোয়ার প্লেয়ারটি।
মঙ্গলবার দুরন্ত লক্ষ্যভেদে ম্যাচের সেরার সম্মান পেয়েছেন লিস্টন। পুরস্কার পেয়ে আপ্লুত তিনি। লিস্টনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সবুজ-মেরুন কোচ। লিস্টন কোলাসোর কথায়, টানা পয়েন্ট নষ্ট হওয়ায় ড্রেসিং-রুমে চাপ তৈরি হয়েছিল। নর্থইস্টকে হারিয়ে তা কিছুটা কাটিয়ে উঠেছি। এবার সামনের দিকে তাকাতে চাই। ২৯ ডিসেম্বর এফসি গোয়ার (FC Goa) জাল কাঁপাতে পারলে ভাল লাগবে।
advertisement
নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচের সেরার এই পুরস্কার সতীর্থদেরই উৎসর্গ করেছেন লিস্টন কোলাসো। তাঁর মন্তব্য, ম্যাচের সেরা হয়ে আমি তৃপ্ত নই। কারণ, নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচে একাধিক সুযোগ নষ্ট হয়েছে। এটা অবশ্যই চিন্তার কারণ। নতুন কোচ সবই পর্যবেক্ষণ করেছেন। তিনি নয়া রণনীতি তৈরি করবেন। কোচ ফেরান্দোর পরিকল্পনা কাজে লাগানোর জন্য আমরা প্রস্তুত।
এখন লক্ষ্য, দলের প্লে-অফে খেলা নিশ্চিত করা। পরের ম্যাচ লিস্টন খেলবেন প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে। এই প্রসঙ্গে লিস্টন বলছেন, আমার পুরনো দলের বিরুদ্ধে গোল করতে চাই। বাবা-মা খেলা দেখতে আসবেন। তবে নতুন কোচ তাকে বলেছেন বল ছাড়ার ক্ষেত্রে আর একটু নিখুঁত হতে হবে। পাস বাড়িয়ে রিটার্ন বল ধরার ক্ষেত্রে কোথায় জায়গা নিতে হবে সেই নিয়ে সময় দিচ্ছেন অনুশীলনে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2021 3:56 PM IST