ATK Mohun Bagan : ৮ মাসের জন্য বাইরে তিরি! বসুন্ধরা এবং মজিয়ার বিরুদ্ধে চিন্তায় মোহনবাগান
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ATK Mohun Bagan defender Tiri out for 8 months in a major blow due to injury. ৮ মাসের জন্য বাইরে তিরি! বিরাট ধাক্কা মোহনবাগানে
#কলকাতা: আই লিগের দল বলে গোকুলাম কেরালাকে হয়তো বিশেষ পাত্তা দেয়নি এটিকে মোহনবাগান। কিন্তু ম্যাচের পর কেরলের আই লিগ জয়ী দল বুঝিয়ে দিয়ে গিয়েছে তাদের হালকা করে নেওয়ার কতটা মূল্য চোকাতে হয়েছে এটিকে মোহনবাগানকে। নিজেদের ঘরের মাঠে এএফসি কাপের ম্যাচ হারতে হয়েছে এটিকে মোহনবাগান দলকে। এখানেই তাদের যন্ত্রণা শেষ হল না।
তার পাশাপাশি আরও খারাপ খবর এসে পৌঁছল তাদের ভক্তদের জন্য। ম্যাচ চলাকালীন প্রথমার্ধে চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন তাদের বিদেশি ফুটবলার তিরি। মনে করা হয়েছিল তিনি হয়ত 'এসিএল' চোটগ্রস্ত হয়েছেন। হয়ত ১ মাস লাগবে তার সেরে উঠতে। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী চার চোট আরও বেশি গুরুতর। ফলে ৮-৯ মাস অন্ততপক্ষে তাকে থাকতে হবে মাঠের বাইরে।
advertisement
advertisement
প্রসঙ্গত এএফসি কাপের ম্যাচে সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান দল এবং সদ্য আই লিগ জয়ী গোকুলাম কেরালা দল। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে কার্যত গোলের বন্যা বয়ে যায় যুবভারতীতে। সেই ম্যাচেই ৪-২ ফলে মোহনবাগান দলকে হারায় এমিল বেনীরা।
Touched but not sunk… hard days, weeks and months are coming, but I know I will not walk alone! I will try to be mentally strong and come back stronger than ever! Thank you all for the loving messages.🙏🏼❤️ pic.twitter.com/uhYl9aaDMy
— 𝐓𝐢𝐫𝐢🐯 (@Tiri1991) May 18, 2022
advertisement
ম্যাচ চলাকালীন ৩৯ মিনিটে চোট পান তিরি। সঙ্গে সঙ্গে তাকে মাঠের বাইরে আনা হয়। তার পরিবর্তে নামানো হয় আশুতোষ মেহেতাকে। চোট যে গুরুতর তা আগেই বোঝা গিয়েছিল। তবে স্ক্যানের ফলাফল আসার পরে বোঝা গিয়েছে কতটা খারাপ অবস্থায় রয়েছে তিরির চোট। ডাক্তারদের মতে অন্ততপক্ষে ৮-৯ মাস অর্থাৎ প্রায় এক বছরের কাছাকাছি সময়ে মাঠের বাইরে থাকতে হবে তিরিকে।
advertisement
তারপর তিনি ধীরে ধীরে অনুশীলন শুরু করতে পারবেন। ফলে বলা যায় একপ্রকার তিরির এই মরশুম কার্যত শেষ হয়ে গেল। এর ফলে আগামী মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে আদৌ তিরি খেলবেন কিনা সেই বিষয়টিও অনিশ্চিত। অনেকের মতে এর ফলে এএফসি কাপে শুভাশিস, প্রীতম কোটাল, প্রবীরদের সামনের পথ চলা আরও কঠিন হতে চলেছে তা নিঃসন্দেহে বলা যায়।
advertisement
ম্যাচের পর এটিকে মোহনবাগান কোচ হুয়ান জানিয়েছেন, তিরির চোট পাওয়া তাদের প্ল্যান চেঞ্জ করতে বাধ্য করে। কিন্তু শুধু এই কারণেই হার, মানতে নারাজ তিনি। রয় কৃষ্ণ থেকে ডেভিড উইলিয়ামস, জনি থেকে প্রীতম কোটাল, শুভাশিসদের পারফরম্যান্স সেভাবে উন্নত ছিল না মেনে নিয়েছেন তিনি।
এরপর বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের মজিয়ার বিরুদ্ধে খেলতে হবে এটিকে মোহনবাগানকে। তিরীর না থাকাটা এই দুটো ম্যাচেও প্রভাব ফেলবে বলা যায়। তবে সন্দেশ ঝিংহনকে ওই দুটো ম্যাচে নামাতে পারে এটিকে মোহনবাগান। নামানো হতে পারে ফরাসি ফুটবলার হুগো বুমুকেও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2022 1:43 PM IST