ATKMB vs Dhaka Abahani : মোহনবাগানের জন্য পদ্মার ইলিশ নিয়ে কলকাতায় ঢাকা আবাহনীর ফুটবলার জীবন

Last Updated:

ATK Mohun Bagan coach Juan Ferrando ready for Dhaka Abahani challenge. মোহনবাগানের প্রীতম কোটালের জন্য বাংলাদেশি ইলিশ আনলেন জীবন

প্রীতম কোটালের জন্য বাংলাদেশি ইলিশ আনলেন জীবন
প্রীতম কোটালের জন্য বাংলাদেশি ইলিশ আনলেন জীবন
#কলকাতা: থার্মোকলের বাক্সে রুপোর শস্য। চকচকে তাজা ইলিশ। খাস পদ্মার। বন্ধুর জন্য তা নিয়ে কলকাতায় পা রাখলেন নাবিব নেওয়াজ জীবন। শনিবার দুপুরে বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে সেই উপহার তুলে দিলেন প্রীতম কোটালের হাতে। মঙ্গলবার এএফসি কাপের প্লে-অফ ম্যাচে এই দু’জনই নেতৃত্ব দেবেন যথাক্রমে আবাহনী ও এটিকে মোহনবাগানকে। বলাই বাহুল্য, ওপার বাংলার বন্ধুর থেকে ইলিশ পেয়ে আপ্লুত প্রীতম।
আন্তর্জাতিক ম্যাচে প্রতিদ্বন্দ্বী হলেও প্রীতমের কাছে সারা জীবন ঋণী থাকবেন আবাহনীর ক্যাপ্টেন। শনিবার হোটেলের লবিতে দাঁড়িয়ে জীবন নিজের হাঁটু দেখিয়ে বলছিলেন, ‘প্রীতমদা না থাকলে ফুটবল জীবনই শেষ হয়ে যেত। আমার জীবনে ওর অবদান ভোলার নয়। উল্লেখ্য, একটা সময় চোটে ফুটবল জীবনই শেষ হওয়ার উপক্রম হয়েছিল জীবনের।
advertisement
advertisement
তখন কোনও এক শুভানুধ্যায়ীর থেকে প্রীতম কোটালের নম্বর জোগাড় করেন তিনি। সবুজ-মেরুন অধিনায়ক তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের জাতীয় দলের স্ট্রাইকারের হাঁটুর অস্ত্রোপচারের ব্যবস্থা কলকাতায় করে দেন প্রীতম। কিন্তু তখন ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে জীবনকে থাকতে হয় সদর স্ট্রিটের একটি হোটেলে।
advertisement
এই পর্বেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন প্রীতম। নিজের গাড়িতে প্রতিবেশী দেশের ফুটবলারকে পেট্রোপোল সীমান্তে পৌঁছে দেন এপার বাংলার তারকা উইং-ব্যাকটি। আবাহনী অধিনায়ক বলছিলেন, এবার ঠিক করেছিলাম, কলকাতায় যাওয়ার সময় বিশেষ উপহার নিয়ে যাব। সামান্য হলেও প্রীতমদাকে কিছু দিতে পেরে ভাল লাগছে।
advertisement
এএফসি কাপের প্লে-অফে এটিকে মোহনবাগানকে গুরুত্ব দিচ্ছেন আবাহনী অধিনায়ক। কলকাতায় আসার আগে গোটা দল এটিকে মোহন বাগান ও ব্লু স্টারের মধ্যে ম্যাচটির ক্লিপিংস দেখেছে। রবিবার প্র্যাকটিস করবে আবাহনী। তার আগের দিন হোটেলেই জিম ও সুইমিং পুলে সময় কাটান সোহেল-জীবন রানারা।
এএফসি কাপের প্লে-অফে এটিকে মোহন বাগানকে গুরুত্ব দিচ্ছেন আবাহনী অধিনায়ক। কলকাতায় আসার আগে গোটা দল এটিকে মোহন বাগান ও ব্লু স্টারের মধ্যে ম্যাচটির ক্লিপিংস দেখেছে। রবিবার প্র্যাকটিস করবে আবাহনী। তার আগের দিন হোটেলেই জিম ও সুইমিং পুলে সময় কাটান সোহেল-জীবন রানারা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ATKMB vs Dhaka Abahani : মোহনবাগানের জন্য পদ্মার ইলিশ নিয়ে কলকাতায় ঢাকা আবাহনীর ফুটবলার জীবন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement