ATK Mohun Bagan vs Chennaiyin FC: শনিবার সামনে চেন্নাইন, হারের হ্যাটট্রিক এড়ানোর চ্যালেঞ্জ এটিকে মোহনবাগানের

Last Updated:

ATK Mohun Bagan match against Chennaiyin FC. তিরিকে দলে এনে চেন্নাই এক্সপ্রেস আটকাতে চায় এটিকে মোহনবাগান। চেন্নাই দলে নারায়ন দাস, অনিরুদ্ধ থাপা, চাংতে, রহিম আলিদের মত ভারতীয় ফুটবলার রা আছেন।

প্রথমবার নামার জন্য প্রস্তুত এটিকে মোহনবাগানের ডিফেন্ডার তিরি
প্রথমবার নামার জন্য প্রস্তুত এটিকে মোহনবাগানের ডিফেন্ডার তিরি
সেখানে তিন ম্যাচের পরে চেন্নাইয়িন এফসি-র (Chennaiyin FC) পয়েন্ট ৭। এই অবস্থায় বৃহস্পতিবার দলের অনুশীলনে হাবাস (Antonio Lopez Habas) ফুটবলারদের বলে দিয়েছেন, কোনও ভাবেই হারের হ্যাটট্রিক দেখতে চান না তিনি। কারণ, চেন্নাইয়িনের বিরুদ্ধে হারলে লিগ তালিকায় অনেকটাই পিছিয়ে পড়তে হবে। তখন কঠিন হয়ে যাবে প্রথম চারে থাকা।
advertisement
advertisement
সে কারণেই এ দিন অনুশীলনের পরে মাঠেই কৃষ্ণ, বুমোসদের একপ্রস্ত ক্লাস নিয়েছেন হাবাস। সেখানেই দলের আক্রমণ ভাগের খেলোয়াড়দের হাবাস বলে দিয়েছেন, ‍কোনও অজুহাত শুনতে চান না। শুরুতেই গোল চাই তাঁর। শেষ দুই ম্যাচে হারার পরে প্রায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে আন্তোনিয়ো লোপেস হাবাসের প্রশিক্ষণাধীন দলের। এই অবস্থায় শনিবার ফতোরদার মাঠে চেন্নাইয়িন এফসি-র মুখোমুখি হতে চলেছেন রয় কৃষ্ণেরা (Roy Krishna)।
advertisement
রক্ষণ সামলানোর দায়িত্ব পালন করতে গিয়ে প্রীতমের সামান্য ভুলচুক হলেও শুভাশিসের গত দুই ম্যাচে একাধিক ভুল হয়েছে বিপক্ষের খেলোয়াড়কে নজরে রাখতে ও ফরোয়ার্ডকে রুখতে। শোনা যাচ্ছে, হাবাস নাকি এ দিন এই দু’জনকে ডেকে বলেন, নিজেদের নামের প্রতি সুবিচার করতে। তাঁরা দু’জন যে জাতীয় দলের ফুটবলার সেটা বোঝাতে হবে চেন্নাই ম্যাচে।
advertisement
তিরি (Tiri) দলে এলে হাবাসের প্রথম একাদশে বদল হতে পারে। এ দিন তার মহড়াও হয়েছে। বিভিন্ন রণকৌশল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ৪-৪-২ ছকে খেলার প্রস্তুতিও হয়েছে রক্ষণে তিরিকে রেখে। সেক্ষেত্রে প্রীতম ও তিরিকে স্টপারে রেখে রক্ষণে দুই প্রান্তে প্রবীর দাস ও শুভাশিস থাকতে পারেন। সেন্ট্রাল মিডফিল্ডে কার্ল ম্যাকহিউয়ের সঙ্গে থাকতে পারেন দীপক টাংরি।
advertisement
পরে কার্লের জায়গায় আসতে পারেন জনি কাউকো (Joni Kauko)। ডান প্রান্তে মনবীর থাকলেও বাঁ প্রান্তে মাইকেল সুসাইরাজকেও (Soosairaj) তালিম দিয়ে রাখা হয়েছে। চেন্নাইয়িনের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। চেন্নাই দলে নারায়ন দাস, অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa), চাংতে, রহিম আলিদের মত ভারতীয় ফুটবলার রা আছেন।
পাশাপাশি পোল্যান্ড, কিরগিস্তান এবং হাঙ্গেরির জন বিদেশি যথেষ্ট দক্ষ। তাই এই ম্যাচে জিততে হলে নিজেদের সেরা ফুটবল খেলতে হবে অ্যান্টোনিও লোপেজ হাবাসের দলকে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ATK Mohun Bagan vs Chennaiyin FC: শনিবার সামনে চেন্নাইন, হারের হ্যাটট্রিক এড়ানোর চ্যালেঞ্জ এটিকে মোহনবাগানের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement