এশিয়ান গেমস ২০২৩: রোনাল্ডোর সতীর্থ, মেসিকে হারানো ফুটবলাররা সুনীলদের প্রতিপক্ষ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:PARADIP GHOSH
Last Updated:
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো দলের সদস্যদের নিয়ে চিন এসেছে সৌদি।
পারাদীপ ঘোষ, কলকাতা: শুধুমাত্র ফিফা ক্রমপর্যায়েতেই নয়, ব্যক্তিগত নৈপূণ্যেও সুনীল, সন্দেশদের থেকে কয়েক যোজন এগিয়ে সৌদি। ফিফা ক্রমপর্যায়ে এই মুহূর্তে ৫৭ নম্বরে। বিশ্বকাপে মেসি, ডি মারিয়াদের নড়িয়ে দেওয়া সেই সৌদি এবার এশিয়ান গেমসে শেষ ষোলোয় ভারতের প্রতিপক্ষ। সৌদি দলে এমন কয়েকজন ফুটবলার রয়েছেন যারা একাই বদলে দিতে পারেন ম্যাচের রং!
মহম্মদ খলিল মারান। ২২ বছর বয়স। সৌদি ক্লাব আল নাসের-এ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একসময়ের সতীর্থ। এশিয়ান গেমসে শেষ ষোলোর ম্যাচে ইগর স্টিমাচের দলের বড় কাঁটা খলিল মারান। এ’বারের এশিয়ান গেমসে ভিয়েতনাম ও মঙ্গোলিয়ার বিরুদ্ধে গোল রয়েছে খলিলের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ খলিল মারান নিজের দিনে একাই বদলে দিতে পারেন ম্যাচের স্কোরলাইন। ইগর স্টিমাচকে তাই আলাদা করে ভাবতেই হবে রোনাল্ডোর সতীর্থ সৌদির ষোলো নম্বরিকে নিয়ে!
advertisement
advertisement
শুধুই কি খলিল? নজর রাখতে হবে সৌদির সতেরো নম্বর জার্সির দিকেও। দুরন্ত গতি! ক্লাব ফুটবলে আল আহলিতে খেলেন ২২ বছর বয়সী আসিরি! ২০২২ কাতার বিশ্বকাপে মেসিদের বিরুদ্ধে জয়ী দলে ছিলেন এই সৌদি উইঙ্গার। পরিবর্ত হিসেবে মাঠে এসেছিলেন আর্জেন্টিনা বিরুদ্ধে। অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপে সৌদির চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও অবদান ছিল হাইথাম আসিরির। সম্মানজনক ভাবে ম্যাচ শেষ করতে হলে মেসি, দি মারিয়াদের বিশ্বকাপের মঞ্চে হারিয়ে দেওয়া আসিরির দিকে নজর রাখতে হবে ইগরের দলের সন্দেশ , রাহুল কেপিদের।
advertisement
সৌদির রক্ষণও ঠাস বুনোট। কাঁটা সেখানেও রয়েছে। নাইফ মাসুদ। রক্ষণের পাশাপাশি খেলতে পারেন মাঝমাঠেও। সৌদি গোলের লকগেট খুলতে হলে সুনীল, মিরান্ডাদের ভাঙতে হবে নাইফকে। জমাট রক্ষণের পাশাপাশি গোল করতেও পারদর্শী নাইফ। এবারের এশিয়ান গেমসে গ্রুপ পর্যায়ে গোল রয়েছে নাইফের।
advertisement
এশিয়ান গেমসে শেষ ষোলোয় লড়াইটা তাই সহজ নয় সুনীল ছেত্রীদের। কোচ ইগর স্টিমাচ ভাঙবেন তবু মচকাবেন না। সামনে ফিফা ক্রমপর্যায়ে ৫৭ নম্বরে থাকা সৌদির বিরুদ্ধে মাঠে নামার আগে বলছেন,এখনও ‘‘অনেক কিছু দেখার বাকি।’’ সৌদির বিরুদ্ধে ভারতের সব থেকে বড় বাজি ইগরের মগজাস্ত্র।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 1:01 PM IST