Indian Hockey Team: ফের ১৬ গোল, উজবেকিস্তানের পর সিঙ্গাপুরকে গোলের মালা পড়াল ভারতীয় হকি দল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Hockey Team: এশিয়ান গেমসে দুরন্ত ছন্দে ভারতীয় হকি দল। সামনে যেই দলই আসছে তাদের গোলের মালা পড়িয়ে দিচ্ছে মনদীপ সিং, হরমনপ্রীত সিংরা। প্রথম ২ ম্যাচে ১৬ গোলের নীচে স্কোরও করছে হকি টিম ইন্ডিয়া
এশিয়ান গেমসে দুরন্ত ছন্দে ভারতীয় হকি দল। সামনে যেই দলই আসছে তাদের গোলের মালা পড়িয়ে দিচ্ছে মনদীপ সিং, হরমনপ্রীত সিংরা। প্রথম ২ ম্যাচে ১৬ গোলের নীচে স্কোর করছে না হকি টিম ইন্ডিয়া। তফাৎ শুধু প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৬-০ গোলে হারিয়েছিল ভারত, আর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে হারাল ১৬-১ গোলে। ২ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল ভারতীয় হকি দল।
সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচের প্রথম ১০ মিনিট প্রতিপক্ষ দলকে বুঝে নিতে যেটুকু সময় নিয়েছিল ভারতীয় দল। তারপর থেকে শুধুই আক্রমণের ঝড়। মনদীপ, হরমনপ্রীত, মনপ্রীত, ললিত কুমারদের আক্রমণে রোখার কোনও ক্ষমতাই ছিল না সিঙ্গাপুরের রক্ষণে। ম্যাচের ১২ মিনিটে আসে প্রথম গোল। এরপর আর থামেনি ভারত। নিয়মিত কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক গোল আসতে থাকে। ম্যাচের ৫৩ মিনিটে একটি গোল শোধ করে সিঙ্গাপুর। শেষ পর্যন্ত ১৬-১ গোলে জয় পায় ভারত।
advertisement
advertisement
সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতের হ্যাটট্রিক করেন হরমনপ্রীত সিং ও মনদীপ সিং। হ্যাটট্রিক সহ একাই ৪টি গোল করেন হরমনপ্রীত সিং। এছাড়া গোল করেন ললিত কুমার উপাধ্যায়, গুরজন্ত সিং, ভিভেক সাগর প্রসাদ,মনপ্রীত সিং, সামশের সিং, অভিষেক ও বরুণ কুমার। সিঙ্গাপুরের হয়ে একটি মাত্র গোল করেন মুহাম্মদ। বৃহস্পতিবার ভারতের পরবর্তী ম্যাচ জাপানের বিরুদ্ধে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2023 2:07 PM IST