Asian Games 2023: সোমবার সকালে সুখবর, সোনা এল শ্যুটিংয়ে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Asian Games 2023: ভারত এই সোনা পাওয়ার সঙ্গে সঙ্গে এটি একটি বিশ্ব রেকর্ডও।
হ্যাংজু: চিনের হ্যাংজুতে শুরু হওয়া এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক এল । দ্বিতীয় দিনে, ভারত পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে সোনার মেডেল এল ৷ নিখুঁত লক্ষ্যে পৌঁছে যায় ভারত৷ ভারতীয় শ্যুটার দিব্যাংশ সিং পানওয়ার, ঐশ্বর্য্য প্রতাপ সিং তোমার, রুদ্রঙ্কেশ বালাসাহেব পাটিলের ত্রয়ী মোট ১৮৯৩.৭ স্কোর নিয়ে সোনা জিতেছে। ভারত এই সোনা পাওয়ার সঙ্গে সঙ্গে এটি একটি বিশ্ব রেকর্ডও।
এর আগে এই রেকর্ডটি ছিল ১৮৯৩.৩ পয়েন্টের, যা চিনের ছিল৷ এই ইভেন্টে রুপোর পদক জিতেছে দক্ষিণ কোরিয়া। চিনা শ্যুটাররা ১৮৮৮.২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পেয়েছে৷
advertisement
advertisement
ভারতের তিন শ্যুটারের মধ্যে রুদ্রাঙ্ক সর্বোচ্চ ৬৩২.৫ স্কোর করেন। তাদের ছাড়াও, ঐশ্বর্য্যা তোমার ৬৩১.৬ পয়েন্ট এবং দিব্যাংশ পাওয়ার ৬২৯.৬ পয়েন্ট অর্জন করেছেন।
এদিকে রোয়িংয়ে আরও একটি পদক জিতেছে ভারত। পুরুষদের চার জনের দলে ছিলেন জসবিন্দর সিং, ভীম সিং, পুনীত কুমার এবং আশিস ব্রোঞ্জ পদক জিতেছেন। এর আগে, একক স্কালার বলরাজ পানওয়ার অল্প ব্যবধানে একটুর জন্য পদক মিস করেছিলেন। প্রথম দিনে ভারত জিতেছিল ৩টি রুপো ও দুটি ব্রোঞ্জ পদক।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 9:34 AM IST