Suryakumar Yadav: রান আউট হওয়ার পরও কেন ইউএই ব্যাটারকে ফের ব্যাটিং করতে ডাকলেন সূর্যকুমার? জেনে নিন আসল কারণ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপের গ্রুপ ‘এ’ ম্যাচে সংযুক্ত আরব আমিরাশাহিকে মাত্র ৫৭ রানে অলআউট করে ও ৪.৩ ওভারে রান তাড়া করে দুরন্ত জয় পেয়েছে ভারত।
দুবাই: ২০২৫ এশিয়া কাপের গ্রুপ ‘এ’ ম্যাচে সংযুক্ত আরব আমিরাশাহিকে মাত্র ৫৭ রানে অলআউট করে ও ৪.৩ ওভারে রান তাড়া করে দুরন্ত জয় পেয়েছে ভারত। ভারতের অনবদ্য পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। ১৩তম ওভারে যখন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এক অনন্য উদাহরণ স্থাপন করেন খেলার নৈতিকতা ও স্পোর্টসম্যানশিপের।
ওই ওভারে শিবম দুবের একটি বল মিস করে জুনাইদ সিদ্দিকি ক্রিজ ছাড়িয়ে যান। উইকেটকিপার সঞ্জু স্যামসন দুর্দান্ত থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন। থার্ড আম্পায়ার আউট ঘোষণা করার আগেই সূর্যকুমার আম্পায়ারের সঙ্গে কথা বলে ভারতের আপিল প্রত্যাহার করেন এবং ব্যাটারকে আবার ব্যাট করতে বলেন। তবে জুনাইদ বেশি সময় টিকতে পারেনি, মাত্র দুই বল পরেই দুবের হাতেই আউট হয়ে যান। পরে জানা যায় শিবম দুবের রুমাল পড়ে গিয়েছিল, তা দিতেই ক্রিজ ছেড়ে বেরোতে যান ইউএই ব্যাটার। সেই কারণেই আপিল প্রত্যাহার করেন ভারত অধিনায়ক।
advertisement
প্রসঙ্গত, ভারতীয় বোলারদের দাপটে আমিরশাহির ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করে। কুলদীপ যাদব ৪টি ও শিবম দুবে ৩টি উইকেট নেন। এছাড়া বুমরাহ, অক্ষর ও বরুণ একটি করে উইকেট শিকার করেন। আমিরশাহির হয়ে ওপেনার আলিশান শরাফু করেন সর্বোচ্চ ২২ রান। বাকি ব্যাটাররা কেউই দাঁড়াতে পারেননি।
advertisement
advertisement
ভারতের মাত্র ৮১ বলের বোলিংয়ে ৫২টি ডেলিভারিতে কোনো রানই করতে পারেনি সংযুক্ত আরব আমিরশাহি। অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীরের পরিকল্পিত বোলিং কৌশল এবং দুবাইয়ের স্পিন-সহায়ক পিচে দুর্দান্ত স্পিন আক্রমণ মিলিয়ে ভারত সহজেই জয় তুলে নেয়। পাশাপাশি, ম্যাচে সূর্যকুমার যাদবের মানবিক আচরণ ক্রিকেট ভক্তদের হৃদয়ও জয় করে নেয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 9:30 AM IST