India vs Pakistan: পাকিস্তানের 'নাটক' চলছেই! ভারত-পাক ম্যাচের আগে বিরাট ঘটনা, বারবার একই কাণ্ড করেও শাস্তি হবে না?

Last Updated:

Asia Cup 2025 Ind vs Pak- ঠিক এক সপ্তাহের ব্য়বধানে আরও একবার বাইশগজে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। গ্রুপের ম্যাচে একপেশে লড়াই হয়েছিল। এশিয়া কাপের ম্যাচে সেদিন পাকিস্তানকে ৭ উইকেটের ব্য়বধানে সহজেই হারিয়েছিল ভারতীয় দল। আজ সুপার ফোরে লড়াইয়ে দুই দেশের ক্রিকেট দল।

News18
News18
দুবাই : ঠিক এক সপ্তাহের ব্য়বধানে আরও একবার বাইশগজে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। গ্রুপের ম্যাচে একপেশে লড়াই হয়েছিল। এশিয়া কাপের ম্যাচে সেদিন পাকিস্তানকে ৭ উইকেটের ব্য়বধানে সহজেই হারিয়েছিল ভারতীয় দল। আজ সুপার ফোরে লড়াইয়ে দুই দেশের ক্রিকেট দল।
সেদিন ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টস এবং ম্যাচের পর পাকিস্তান ক্য়াপ্টেন ও প্লেয়ারদের সঙ্গে হাত মেলাননি। ওই ঘটনায় অপমানিত পাকিস্তান ম্যাচ রেফারিকে নিয়ে অভিযোগ করেছিল। তবে সেসব ধোপে টেকেনি। আইসিসি পাকিস্তানের কথায় পাত্তা দেয়নি। এর পরের ম্যাচে এক ঘণ্টা দেরিতে মাঠে এসেছিল পাকিস্তান টিম। ম্যাচও দেরিতে শুরু হয়েছিল।
advertisement
আজ ম্যাচেও রেফারির দায়িত্বে থাকছেন সেই অ্যান্ডি পাইক্রফ্টই, যাঁকে নিয়ে প্রবল আপত্তি করেছিল পিসিবি। এশিয়া কাপে ভারত প্রথম দুটি ম্যাচ জিতেই সুপার ফোর নিশ্চিত করেছিল। গত ম্যাচ আবু ধাবিতে খেলেছে ভারতীয় দল। আজকের ম্যাচ দুবাইতে।  সুপার ফোরে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপের মতো সুপার ফোরের এই ম্যাচও শুরু হবে ভারতীয় সময় রাত ৮টায়। টস তার আধঘণ্টা আগে অর্থাৎ সন্ধে ৭.৩০টায়। টেলিভিশনে সোনি স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচ সম্প্রচারিত হবে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপে
advertisement
advertisement
পাক ম্যাচের আগের দিন ঠিক ১২ মিনিটের সাংবাদিক বৈঠক করলেন ভারতীয় অধিনায়ক। অন্তত ছ’টি প্রশ্ন করা হয় তাঁকে পাকিস্তান ম্যাচ নিয়ে। সব প্রশ্নের উত্তর দিলেন। তবে একবারও পাকিস্তানের নাম মুখে আনলেন না। ভারতীয় অধিনায়ক বলে গেলেন, ১৪০ কোটি ভারতবাসীকে দারুণ রবিবার উপহার দিতে চান।
আরও পড়ুন- মেগা ম্যাচের আগে পাকিস্তান তারকার প্রশংসা ভারতীয় তারকার মুখে! জেনে নিন বিস্তারিত
ওদিকে, পাকিস্তানের নাটক চলছেই। ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে পাকিস্তান ক্রিকেট দল সাংবাদিক বৈঠক বয়কট করল। এর আগে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নামার আগেও তারা এই একই কাজ করেছিল। ২০২৫ এশিয়া কাপে এই নিয়ে দ্বিতীয়বার তারা সাংবাদিক বৈঠক বয়কট করল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: পাকিস্তানের 'নাটক' চলছেই! ভারত-পাক ম্যাচের আগে বিরাট ঘটনা, বারবার একই কাণ্ড করেও শাস্তি হবে না?
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ !

  • আগামী কয়েকদিনে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement