অবসরের সিদ্ধান্ত ঘোষণা নেহরার, কোনটা হতে চলেছে তাঁর শেষ ম্যাচ ?
Last Updated:
অবশেষে অবসরের সিদ্ধান্ত নিজেই ঘোষণা করলেন পেসার আশিস নেহরা ৷
#নয়াদিল্লি: ভারতীয় দলে তাঁর বহু মাস পর প্রত্যাবর্তনকে ঘিরে নানা প্রশ্ন উঠেছিল ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মজা করতেও ছাড়েননি অনেকেই ৷ সেই তালিকায় ছিলেন প্রাক্তন বেশ কিছু অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও ৷ অবশেষে অবসরের সিদ্ধান্ত নিজেই ঘোষণা করলেন পেসার আশিস নেহরা ৷ আগামী ১ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দিল্লিতে টি২০ ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন নেহরা ৷
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে নেহরা জানান, অবসরের জন্য নিজের শহরের মাঠ ফিরোজ শাহ কোটলাকেই বেছে নিয়েছেন তিনি ৷ ৩৮ বছরের বাঁ হাতি পেসার তাই আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই নিজের শেষ ম্যাচ খেলবেন ৷ এ দিন বিসিসিআই-এর পক্ষ থেকেও নেহরার অবসর নেওয়ার কথা টুইটারে জানানো হয়।
নিজের অবসর নেওয়ার প্রসঙ্গে নেহরা বলেন, “ আমি সব সময়ই চেয়েছিলাম ফর্মে থাকা অবস্থায় অবসর নিতে। যখন লোকে আমার থেকে জানতে চাইবে কেন অবসর নিচ্ছি। কেন অবসর নিচ্ছি না, এই প্রশ্ন করার সুযোগ আমি কাউকে দিতে চাই না। দিল্লির মাঠে খেলে অবসর নেওয়ার সুযোগ পাচ্ছি। এর থেকে ভাল আর কিছু হতে পারে না।”
advertisement
advertisement
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দিল্লিতে টি২০ ম্যাচই তাঁর শেষ ম্যাচ ৷ কারণ এরপর আইপিএলেও খেলবেন না বলেই জানিয়েছেন নেহরা ৷
Its my own decision and once I retire from International Cricket, I will not play in the IPL as well - Ashish Nehra pic.twitter.com/TLCKp28cNc
— BCCI (@BCCI) October 12, 2017
advertisement
It's always good to retire when people are asking Why rather than Why Not? - Ashish Nehra on his retirement pic.twitter.com/Uacvs17Z8S — BCCI (@BCCI) October 12, 2017
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 12, 2017 7:39 PM IST