শতরান করেছে তো কী! Subhman Gill-র হান্ড্রেডের পর রেগে আগুন আশিস নেহরা, ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
টাইটান্সের খেলার ধরণ নিয়ে আশিস নেহরা এতটাই বিরক্ত ছিলেন যে তিনি শুভমান গিলের প্রথম আইপিএল সেঞ্চুরিতে কোনও রকম সম্মান প্রদর্শনও করতে ভুলে যান৷
নয়াদিল্লি: গুজরাত টাইটান্সের কোচ আশিস নেহরা কিন্তু আইপিএল যত নকআউটে পর্যায়ের দিকে এগোচ্ছে ততই শান্তরাও আর শান্ত থাকতে পারছেন না৷ ঠিক এইরকম চাপে রুদ্র রূপ দেখালেন সাধারণত শান্ত এবং দলের ডাগআউটে সংগঠিত আশিস নেহরা। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শেষ ওভারে তাঁর দল গুজরাত টাইটান্সের ব্যাটিং খারাপ হওয়ার কারণে নেহরা বিরক্ত ছিলেন৷ এদিনের ম্যাচে ২০ ওভারে ১৮৮/৯ করেছিল৷ যদিও তারা ২২৫ রান করার কথা ভাবছিল৷
১২ ওভারের পরে টাইটান্স ১৩১/১ রানে দারুণ খেলছিল, কিন্তু শেষ আট ওভারে ৫৭ রানে আট উইকেট হারায় SRH পেসার ভুবনেশ্বর কুমার তাঁর শেষ দুই ওভারে ১০ রানে চার উইকেট সহ ৫/৩০ করেছিল৷
আরও দেখুন
advertisement
শুভমান গিল দ্বাদশ ওভারে ৩৯ বলে ৭৭ রানে ব্যাট করছিলেন, টাইটান্স তাঁদের খেলার গতি হারিয়ে ফেলে বাকি ২৩ রান করতে ১৭ বল সময় নিয়েছিলেন, অর্থাৎ আগের থেকে অনেকটাই ধীর হয়ে যান৷
advertisement
— Billu Pinki (@BilluPinkiSabu) May 17, 2023
এদিকে টাইটান্সের খেলার ধরণ নিয়ে আশিস নেহরা এতটাই বিরক্ত ছিলেন যে তিনি শুভমান গিলের প্রথম আইপিএল সেঞ্চুরিতে কোনও রকম সম্মান প্রদর্শনও করতে ভুলে যান৷ তাঁর দলের বাকি খেলোয়াড় এবং কোচিং স্টাফরা গিলের শতরানকে স্বাগত জানান৷ কিন্তু নেহরা নিজের সিটেই বসে থাকেন৷
advertisement
এদিকে শুধু এটুকুই নয়, গুজরাতের ইনিংস শেষে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে কথা বলার সময় নেহরাকে বেশ রেগে থাকতে দেখা যায়৷ মহম্মদ শামি (৪/২০) এবং মোহিত শর্মার (৪/২৮) চার উইকেটের নেতৃত্বে টাইটান্সকে সানরাইজার্সকে হারাতে সাহায্য করে৷ এদিনের ম্যাচে ৩৪ রানে হারিয়ে প্লে-অফে তাদের জায়গা করে নিয়েছে।
জিও সিনেমার বিশেষজ্ঞ আকাশ চোপড়া এদিন নিজের কমেন্ট্রির সময়ে ইনিংস বিশ্লেষণে করেছিলেন সেখানেও নেহরার এই ধরণের ব্যবহার নিয়ে কথা তোলেন৷ ‘হয়তো নেহরা মনে করেছিলেন যে তাদের অন্তত ২১০ বা এমনকি ২২৫ রান তাদের তোলা উচিত ছিল৷ তাঁর মনে হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এই রান সহজেই তুলে ফেলবে৷
advertisement
তাঁর আসলে মনে হয়েছিল নিশ্চিত জয়ের জন্য প্রয়োজনীয় রান তাঁদের তোলা হয়নি৷ তাই তিনি শুভমান গিলের কৃতিত্বেও আনন্দ উপভোগ করতে পারেননি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 1:18 PM IST