Ian Botham and Michael Vaughan on Ashes : ইংল্যান্ডের লজ্জার পরাজয় নিয়ে রুটদের ধুয়ে দিলেন বোথাম, বয়কটরা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Ian Botham and Geoffrey Boycott frustrated at Ashes loss. ইংল্যান্ডের লজ্জাজনক পরাজয়ের পর রুটকে দায়িত্ব ছাড়তে আবেদন প্রাক্তনদের
বয়কট, ইয়ান বোথাম যা দেখে নিজেদের রাগ প্রকাশ করেছেন। শুধু অধিনায়ক নন, গোটা ইংল্যান্ড দলটা ব্যর্থ মনে করছেন তারা। একমাত্র জেমস অ্যান্ডারসন ছাড়া কোন ইংরেজ ক্রিকেটার দাগ কাটতে পারেননি। ইয়ান বোথাম বলেছেন প্রথম দুটো ম্যাচ হেরে যাওয়ার পর ইংল্যান্ডের উচিত ছিল তৃতীয় ম্যাচ এর জন্য সঠিক পরিকল্পনা করা। এই ম্যাচটা সিরিজ বাঁচানোর ম্যাচ ছিল।
advertisement
advertisement
কোথায় পাল্লা দিয়ে লড়াই করবে, উল্টে আড়াই দিনে আত্মসমর্পণ। ইংলিশ ক্রিকেট এমন লজ্জার ইতিহাস খুব বেশি আসেনি। বয়কট বলছেন ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব ছেড়ে দিন রুট এবং কোচ সিলভারউড। মাইকেল ভন মনে করেন তরুণ ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে ইংলিশ ক্রিকেট সিস্টেম অনেক পিছিয়ে আছে। অনেক এগিয়ে অস্ট্রেলিয়া, ভারত এমনকি নিউজিল্যান্ড।
advertisement
দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে অলআউট ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে ১১৭ বছরের মধ্যে এটাই সর্বনিম্ন স্কোর ইংল্যান্ডের। দলের অবস্থা যখন এমন সঙিন তখন সবকিছু ঢেলে সাজানোর চিন্তা ওঠা অস্বাভাবিক কিছু না। ইংল্যান্ড অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট হারের রেকর্ডও (২৪) এখন রুটের। এরপরও অধিনায়কের দায়িত্ব পালন করে যাবেন কিনা, এই প্রশ্নের উত্তরে রুট বলেন, সিরিজ তো এখনো শেষ হয়নি। এখনো হাতে দুটি বড় ম্যাচ আছে।
advertisement
এর বাইরে অন্য কিছু নিয়ে ভাবা ভুল হবে। রুটের ব্যাখ্যা, আমি খুব গুরুত্বপূর্ণ একটি সিরিজের মাঝপথে আছি। পরের ম্যাচটা কীভাবে জিতব, শুধু সেটা নিয়েই আমার ভাবা উচিত। স্বার্থপরের মতো শুধু নিজেরটা নিয়ে ভাবা উচিত হবে না। এবছর ৯টি টেস্ট হেরেছে ইংল্যান্ড। দলটির ইতিহাসে এক বছরে এটি সর্বোচ্চসংখ্যক টেস্ট হারের রেকর্ড।
advertisement
তবে রুট যাই বলুন না কেন, প্রাক্তন ইংরেজ ক্রিকেটাররা মনে করছেন এই লজ্জাজনক পরাজয়ের পর আত্মগ্লানি হওয়া উচিত ইংরেজ ক্রিকেটারদের। বোঝা উচিৎ এরপর তাদের নিয়ে আগ্রহ কমতে পারে দেশের ক্রিকেট প্রেমীদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 29, 2021 5:10 PM IST

