ATK Mohun Bagan vs FC Goa Preview : আইএসএলে গোয়ার বিরুদ্ধে আজ পরীক্ষা মোহনবাগানের নতুন কোচ ফেরান্ডোর

Last Updated:

ATK Mohun Bagan coach Juan Ferrando new challenge against FC Goa. গোয়ার বিরুদ্ধে আক্রমনাত্মক ফুটবল খেলার লক্ষ্য এটিকে মোহনবাগানের

গোয়ার বিরুদ্ধে আক্রমনাত্মক ফুটবল খেলার লক্ষ্য এটিকে মোহনবাগানের
গোয়ার বিরুদ্ধে আক্রমনাত্মক ফুটবল খেলার লক্ষ্য এটিকে মোহনবাগানের
ফলে অথই জলে পড়ে এফসি গোয়া। নতুন কোনও বিদেশি কোচের দিকে না ঝুঁকে তারা শেষ পর্যন্ত দলের টেকনিক্যাল ডিরেক্টর ডেরেক পেরেরার হাতে দায়িত্ব তুলে দেয়। ফেরান্দোর দলবদল নিয়ে যথেষ্ট ক্ষোভ এবং অভিমান রয়েছে গোয়ার ফুটবলারদের। বুধবার তা সুদে-আসলে মিটিয়ে নিতে মরিয়া এডু বেদিয়ারা। পক্ষান্তরে, মূল্যবান তিন পয়েন্ট তুলে লিগ টেবিলে প্রথম চারে জায়গা করে নিতে রয় কৃষ্ণা-হুগো বুমুরা।
advertisement
advertisement
গোয়ার শক্তি ও দুর্বলতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হুয়ান ফেরান্দোর পরামর্শ তাঁরা কাজে লাগাতে পারলে এই ম্যাচে জিততে অসুবিধা হওয়ার কথা নয় এটিকে মোহন বাগানের। প্রাক্তন দলের মুখোমুখি হওয়ার আগে স্মৃতিমেদুরতায় ভাসলেন মোহন বাগানের হেডস্যার হুয়ান। তিনি জানিয়েছেন, এই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
advertisement
প্রায় দেড় মরশুম এফসি গোয়ার দায়িত্বে ছিলাম। রয়েছে একাধিক মধুর স্মৃতি। তবে পেশাদার ফুটবলে যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। এখন আমি এটিকে মোহন বাগানের দায়িত্বে। সুতরাং লক্ষ্য একটাই, বিপক্ষকে হারিয়ে তিন পয়েন্ট পকেটে পোরা। আর তাই ফুটবলারদের একসুতোয় বাঁধতে তিনি বদ্ধপরিকর। প্রসঙ্গক্রমে হুয়ানের বক্তব্য, প্রত্যেকে আমার ফুটবল দর্শনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।
advertisement
অনুশীলনে বল পজেশন রাখার ব্যাপারে জোর দিচ্ছি। ছোট ছোট পাসে আক্রমণ গড়াই আমাদের লক্ষ্য। নর্থইস্টকে হারিয়ে ফুটবলাররা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। বুধবার গোয়ার বিরুদ্ধেও আমরা প্রেসিং ফুটবল উপহার দিতে চাই। পরিসংখ্যান অনুযায়ী, চলতি মরশুমে সেটপিস মুভ থেকে অধিকাংশ গোল হজম করেছে মোহন বাগান। যা ইতিমধ্যেই কোচ ফেরান্দোর নোটবুকে জায়গা পেয়েছে।
আপাতত লিগ টেবিলের পঞ্চম স্থানে মোহন বাগান। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে দু’টিতে হেরেছে তারা। ড্র করেছে সমসংখ্যক ম্যাচে। বাকি একটিতে জয়ের মুখ দেখেছেন কৃষ্ণারা। পক্ষান্তরে, অষ্টম স্থানে থাকা গোয়া শেষ পাঁচটি ম্যাচের মধ্যে হেরেছে মাত্র একটিতে। এই পরিসংখ্যানেই স্পষ্ট যে, গোয়ার রক্ষণ সবুজ-মেরুনের তুলনায় ভাল।
advertisement
ইভান গঞ্জালেস, আলবার্তো নগুয়েরা, এদূ বেডিয়ার মত বিদেশি ছাড়াও সেভিয়ার গামা, প্রিন্সটন রেবেলো, সেরিটন ফার্নান্ডেজদের মত ভারতীয় ফুটবলার রয়েছে গোয়ার দলে। অন্যদিকে প্রীতম কোটাল, শুভাশিস, দীপক, মনবির সিং দের মত ভারতীয় ফুটবলাররা কলকাতার দলের সম্পদ। আর গোয়ার ভূমিপুত্র লিস্টন কোলাসো নিজে গোল করতে চান এটিকে মোহনবাগানের জার্সিতে গোয়ার বিরুদ্ধে। তাই এই ম্যাচটা বেশ উপভোগ্য হবে মনে হয়।
বাংলা খবর/ খবর/খেলা/
ATK Mohun Bagan vs FC Goa Preview : আইএসএলে গোয়ার বিরুদ্ধে আজ পরীক্ষা মোহনবাগানের নতুন কোচ ফেরান্ডোর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement