Record Bowling In T20: W,W,W,W,W,W- বোলিং নয়,প্রতিপক্ষের মেরুদন্ড গুঁড়িয়ে দিল, হুঙ্কারের নাম ২৭ বছরের আরশাদ খান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Record Bowling In T20: আরশাদ ভেঙেছেন ২ বছর আগের রেকর্ড, নিয়েছেন ৬ উইকেট টি টোয়েন্টিতে
কলকাতা: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশের লেফট আর্ম পেসার আরশাদ খান (Arshad Khan) ধ্বংস লীলা চালালেন চণ্ডীগড়ের বিরুদ্ধে। এদিন ঘরোয়া ক্রিকেটের টি টোয়েন্টি ম্যাচে সেরা স্পেলের রেকর্ড করেন৷ চণ্ডীগড়ের বিরুদ্ধে ম্যাচে আরশাদ এই টুর্নামেন্টের ইতিহাসের সেরা স্পেলের রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। তাঁর বোলিং দক্ষতায় ভর দিয়ে মধ্যপ্রদেশের দল দারুণ জয় পেয়েছে।
যাদবপুর ইউনিভার্সিটি গ্রাউন্ডে খেলা এই ম্যাচে মধ্যপ্রদেশের হয়ে বোলিংয়ে ৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি৷
এদিনের ভয়ানক বোলিং স্পেলে আরশাদ খান ৪ ওভার বল করেন যার মধ্যে ১টা মেডেন ছিল। এই স্পেলে মাত্র ৬ রান খরচ করেছে। টি২০ ক্রিকেটে এই কৃতিত্ব, যখন কোনো বোলার ওর চার ওভারের মধ্যে একটা মেডেন দেয়। এই দারুণ বোলিংয়ের সঙ্গে আরশাদ এখন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নতুন রেকর্ড গড়লেন৷
advertisement
advertisement
আরও পড়ুন – IND vs SA: দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল ভারত, যশস্বী-রোহিত-বিরাটের ব্যাটে ত্রাস প্রোটিয়াদের, সিরিজ ২-১
আরশাদ ভেঙেছেন ২ বছর আগের রেকর্ড
মধ্যপ্রদেশের হয়ে এই ভয়ানক বোলিংয়ের সঙ্গেই আরশাদ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুই বছর আগে করা সেরা বোলিং স্পেলের রেকর্ড ভেঙেছে। এর আগে হায়দরাবাদের টি রবি তেজা ২০২৩ সালে ছত্তিশগড়ের বিরুদ্ধে ১৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। রবি তেজা ছাড়াও অর্জন নাগাওয়াসওয়াল্লা গুজরাতের হয়ে খেলে রেলওয়েজের বিরুদ্ধে ২০২৩-তেই ১৩ রান দিয়ে ৬ উইকেট নিয়ে জয়েন্ট রেকর্ড হোল্ডার ছিল, কিন্তু এদিন সেটাও ভেঙে গেছে।
advertisement
মধ্যপ্রদেশ ৭ উইকেটে জিতেছে
এই ম্যাচের কথা বললে, মধ্যপ্রদেশের দল চণ্ডীগড়ের বিরুদ্ধে ৭ উইকেটে দারুণ জয় পেয়েছে। ম্যাচে চণ্ডীগড়ের দল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে। এর জবাবে মধ্যপ্রদেশ ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে আর ম্যাচটা জিতে নেয়। ব্যাটিংয়ে মধ্যপ্রদেশের হয়ে হর্ষ গাওয়ালি ৪০ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলে। এছাড়া হরপ্রীত সিং ৩০ বলে ৪৮ রান করে মধ্যপ্রদেশের জয় নিশ্চিত করে দেয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2025 10:09 PM IST

