Danielle Wyatt : বয়সে অনেক বড় মহিলা ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন সচিন পুত্র অর্জুন! ভাইরাল ছবি

Last Updated:

Arjun Tendulkar spotted hanging out with English women cricketer Danielle Wyatt. বয়সে অনেক বড় মহিলা ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন সচিন পুত্র অর্জুন! ভাইরাল ছবি

অর্জুনকে নিজের বিশেষ বন্ধু বলে জানিয়েছেন ওয়াট
অর্জুনকে নিজের বিশেষ বন্ধু বলে জানিয়েছেন ওয়াট
#লন্ডন: বিরাট কোহলি তখন ফর্মের তুঙ্গে ছিলেন। ব্যাট হাতে বিধ্বংসী কোহলিকে দেখে মুগ্ধ হয়েছিলেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ড্যানিয়েলে ওয়াট। তিনি টুইটারে কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। যদিও সেটা ছিল নিছকই মজা। এবার সেই ওয়াটকে দেখা গেল সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুনের সঙ্গে নৈশভোজে যেতে। সেই ছবি আবার ইনস্টাগ্রামে পোস্টও করেছেন ড্যানিয়েল ওয়াট।
২০০৯ সালে এমসিসির তরুণ ক্রিকেটারদের দলে থাকার সময় অর্জুনের সঙ্গে প্রথম আলাপ হয় ওয়াটের। কয়েক বছর আগে সেই প্রসঙ্গে বলেছিলেন, ২০০৯ বা ২০১০ সালে প্রথম অর্জুনের সঙ্গে লর্ডসের মাঠে আলাপ হয়। আমি এমসিসি দলের সদস্য হিসেবে অনুশীলন করছিলাম। অর্জুনদের নেটে গিয়ে নিজেই আলাপ করেছিলাম। তখন অর্জুনের হয়তো ১০ বছর বয়স।
advertisement
ছোটখাটো চেহারা ছিল। গুগলে খুঁজলে সেই ছবিও পাওয়া যাবে। তাকে সেদিন বোল্ড করে দিয়েছিলাম। তার পর থেকে যখনই অর্জুন লর্ডসে আসে, আমি তাকে বলি নেটে এসে নতুন বলে আমাকে বোলিং করতে। তবে এখন তার গতি অনেক বেড়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে কোহলিকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওয়াট।
advertisement
advertisement
টুইটারে তা ভাইরাল হয়ে গিয়েছিল। সে বছরই ইংল্যান্ড সফরে গিয়ে ওয়াটকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। পরে ওয়াট জানিয়েছিলেন, হালকা মেজাজে করা টুইট যে এভাবে ভাইরাল হয়ে যাবে সেটা তিনি ভাবতে পারেননি। এরপর বলিউড তারকা আনুশকা শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর কোহলিকে শুভেচ্ছাও জানিয়েছিলেন ওয়াট।
তাহলে কি ইংল্যান্ডের ড্যানিয়েলে ওয়াটের সঙ্গে প্রেম করছেন অর্জুন টেন্ডুলকার? বয়সে অনেক বড় মহিলা ক্রিকেটারের সঙ্গে তাহলে কেনই বা ডিনার করতে যাবেন তিনি? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ওয়াট অবশ্য এমন খবর মিডিয়ার বানানো বলছেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Danielle Wyatt : বয়সে অনেক বড় মহিলা ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন সচিন পুত্র অর্জুন! ভাইরাল ছবি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement