Arjun Tendulkar: সচিনের ছেলের মাখন সিক্স প্যাক! বিরাটের দেখানো পথেই হাঁটছেন অর্জুন
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
সিক্স প্যাক দেখাচ্ছেন সচিন-পুত্র। আয়নার উপর তাঁর প্রতিচ্ছবি পড়েছে
মুম্বই: আধুনিক ভারতীয় দলের ক্রিকেটারদের শুধু ক্রিকেট খেললেই হয় না। ফিটনেস রাখতে হয় সর্বোচ্চ পর্যায়ের। সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মত শরীর থাকলে কথাই নেই। বিরাট কোহলি ভারতীয় দলে আসার পর থেকে নিজের ফিটনেসের দিকে বিশেষ নজর দিয়েছিলেন। তাঁর দেখানো পথ অনুসরণ করেন অনেক ভারতীয় ক্রিকেটারই। হার্দিক পান্ডিয়া শুভমন গিল, ঈশান কিশনদের মতো ক্রিকেটারেরা নিজেদের ফিটনেসের দিকে বিশেষ নজর দেন।
সেই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুনও। ভারতের অন্যতম সেরা ব্যাটার সচিন। তাঁর পুত্র ঘরোয়া ক্রিকেটে খেলেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন। জাতীয় দলে যদিও সুযোগ পাননি। কিন্তু ফিটনেস নিয়ে যে তিনি যথেষ্ট সচেতন তা দেখা গেল অর্জুনের একটি পোস্টে। সেখানে দেখা যাচ্ছে জামা খুলে নিজের সিক্স প্যাক দেখাচ্ছেন সচিন-পুত্র।
advertisement
Arjun Tendulkar’s Ripped-Body And Six-Pack Abs. 😎 pic.twitter.com/qQtQmOawqC
— Vipin Tiwari (@vipintiwari952) July 27, 2023
advertisement
আয়নার উপর তাঁর প্রতিচ্ছবি পড়েছে। সেটার ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করেছেন অর্জুন। দেওধর ট্রফিতে খেলছেন অর্জুন। দক্ষিণাঞ্চল দলে রয়েছেন তিনি। প্রথম বার দেওধর ট্রফিতে সুযোগ পেয়েছেন অর্জুন পুত্র। সেই ম্যাচ খেলতে গিয়েই হোটেলের ঘরে অর্জুন ছবিটি তুলেছেন বলে মনে করা হচ্ছে। বোর্ডের ২০ দিনের একটি ক্যাম্পেও গিয়েছিলেন অর্জুন। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এই ক্যাম্প হয়েছিল।
advertisement
ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করে বেছে নেওয়া হয়েছিল। অর্জুন মুম্বই ইন্ডিয়ান্স দলের জার্সিতে শেষ আইপিএলের কয়েকটা ম্যাচ খেলেছিলেন। বিরাট কিছু করতে না পারলেও খুব খারাপ করেছিলেন এমনটাও বলা যাবে না। তবে নতুন মরশুমে আইপিএলে তাকে উন্নতি করতে হবে সেটা নিশ্চিত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2023 11:22 AM IST