Paris Olympics 2024: অর্জুন বাবুটা মনে করালেন জয়দীপ কর্মকারের ক্ষত! লড়াই করেও চতুর্থ হলেন ভারতীয় শুটার

Last Updated:

Paris Olympics 2024: এ যেন তীরে এসে ডুবল তরী। মনে পড়ে গেল জয়দীপ কর্মকার কথা। প্য়ারিস অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদকের আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারলেন না অর্জুন বাবুটা।

প্যারিস: এ যেন তীরে এসে ডুবল তরী। মনে পড়ে গেল জয়দীপ কর্মকার কথা। প্য়ারিস অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদকের আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারলেন না অর্জুন বাবুটা। ম্যাচ চলাকালীন একটা সময় মনে হচ্ছিল মনু ভাকরের পর শুটিং থেকে ভারতের দ্বিতীয় পদক আসা আর কিছু সময়ের অপেক্ষা। শুরু থেকে দুরন্ত পারফর্ম করেও শেষের দিকে একটু ভুলে পদক হাতছাড়া হল ভারতীয় শুটারের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চতুর্থ স্থানে শেষ করলেন অর্জুন বাবুটা।
ম্যাচ শুরুর প্রথম রাউন্ডের শেষে তিনি রয়েছেন চতুর্থ স্থানে। ১০.৭ স্কোর করে ভালো ছন্দে ভারতীয় শুটার। দ্বিতীয় রাউন্ডের পর তৃতীয় স্থানে উঠে আসেন অর্জুন। একটা সময় সময় ধরে রেখেছিলেন দ্বিতীয় স্থানও। এমনকী ১৩ তম শটের পর তৃতীয় স্থানে নেমে এলেও ১৬তম শটের পর ফের দ্বিতীয় স্থানে উঠে আসেন অর্জুন। এরপরই শেষ মুহূর্তের নার্ভের খেলায় ১৯তম শটের পর পদকের লড়াই থেকে ছিটকে যান ভারতীয় শুটার। ২০ তম শটের পর চতুর্থ হয়ে সন্তুষ্ট থাকতে হল অর্জুন বাবুটাকে।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, বাংলার জয়দীপ কর্মকার ২০১২ লন্ডন অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। ৫০মিটার রাইফেল প্রোন বিভাগের চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছিন এবং অল্পের জন্যে ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছি তাঁর। সেদিনও গোটা ফাইনাল ভাল খেলে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। এদিন অর্জুন বাবুটা মনে করিয়ে দিলেন জয়দীপ কর্মকারের ক্ষতের কথা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Paris Olympics 2024: অর্জুন বাবুটা মনে করালেন জয়দীপ কর্মকারের ক্ষত! লড়াই করেও চতুর্থ হলেন ভারতীয় শুটার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement