ডাকাতদের খপ্পরে মেসির স্ত্রীর পরিবার, চলল গুলি! রাস্তার উপর ভয়ানক কাণ্ড

Last Updated:

Lionel Messi: ডাকাতদের কবলে মেসির স্ত্রীর পরিবার।

বুয়েনস আইরেস: আর্জেন্টিনার রোজারিও শহরে অপরাধের মাত্রা বহুগুণ বেড়েছে গত কয়েক বছরে। সেখানকার বাসিন্দাদের দাবি এমনই। এবার আততায়ীদের হামলার শিকার লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবার।
আন্তোনেলার পরিবারের সুপারশপে ডাকাতির ঘটনা ঘটেছে। চলতি বছরের মার্চ মাসে এই সুপারশপে গুলি করেছিল দুষ্কৃতিরা। সেবার মেসিকেও দেওয়া হয়েছিল হুমকি। এবার ডাকাতির ঘটনা ঘটল সেই দোকানে। ওই সুপারশপের টাকা ব্যাংকে জমা রাখতে যাওয়ার সময় সেই গাড়িতে আক্রমণ করা হয়।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি, মোটা অঙ্কের টাকা গাড়িতে ছিল। রোকুজ্জোর বোন অগাস্তিনা স্কালিয়া সেই টাকা নিয়ে যাচ্ছিলেন গাড়িতে। তাঁর সঙ্গে ছিলেন দোকানের দু’জন কর্মী। মাঝ রাস্তায় দুজন বন্দুকধারী এসে তাঁদের গাড়ি থামায়। প্রায় ৮ মিলিয়ন আর্জেন্টাইন পেসো ডাকাতি করেছে ডাকাতরা। প্রায় ২২ হাজার ৫০০ ডলারের সমান এই অর্থ।
advertisement
advertisement
আরও পড়ুন- Kolkata Knight Riders: দল বদলের বাজারে বড় চমক কেকেআরের, বাদের খাতায় ৩ মহাতারকা!
গাড়িতে থাকা এক কর্মী জানিয়েছেন, ‘গাড়ির জানালা ভেঙে টাকা নিয়ে পালায় ডাকাতরা। গাড়িতে করে এসেছিল ডাকাতের দল। ডাকাতির সময় গুলির শব্দ শুনে ঘাবরে যান তারা। পরে গাড়িতে বুলেটের ছিদ্র দেখেছি।
এই ঘটনায় মেসি এখনও কিছু বলেননি। তবে বোনের সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করেছেন রোকুজ্জো। এর আগে মার্চ মাসেও তাদের দোকানে হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজন লোক মোটরসাইকেলে এসে শপের বাইরে থেকে গুলি করেছে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়ায় সেবার।
advertisement
আরও পড়ুন- দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলে বড় পরিবর্তন! ঘুড়ে দাঁড়ানোর লড়াই অস্ট্রেলিয়ার
সেই হামলায় মেসির উদ্দেশ্যে একটি চিরকুটও ফেলে যাওয়া হয়েছিল। তাতে লেখা ছিল, ‘মেসি আমরা তোমার অপেক্ষায় আছি। জাভকিন (রোজারিওর মেয়র) একজন মাদক চোরাকারবারি। সেও তোমাকে বাঁচাতে পারবে না।’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ডাকাতদের খপ্পরে মেসির স্ত্রীর পরিবার, চলল গুলি! রাস্তার উপর ভয়ানক কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement