Emiliano Martinez in Kolkata: 'ভারতে আসার স্বপ্ন ছিল', কলকাতায় পা রেখেই প্রথম প্রতিক্রিয়া বিশ্বজয়ীর, মন জিতে নিলেন মেসির প্রিয় 'দিবু'
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by:SHANKU SANTRA
Last Updated:
Emiliano Martinez in Kolkata: সোমবার বিকেল কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছান এমিলিয়ানো মার্টিনেজ। দুই দিনের সফরে কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে মার্টিনেজের। তাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু।
কলকাতা: অবশেষে প্রতীক্ষার অবসান। যার পায়ে শেষ মুহূর্তের সেভে ভেঙে চুরনার হয়নি মেসি বিশ্বজয়ের স্বপ্ন, কোয়ার্টার ফাইনালে, মেগা ফাইনালে যার সেভে ৩৬ বছরের খরা কেটেছিল আর্জেন্টিনারয়। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ পা রাখলেন কলকাতায়। বাংলাদেশে এক বেলার সফর সেরেই সোমবার বিকেলেই শহরে চলে এলেন মেসির প্রিয় ‘দিবু’। বিশ্বজয়ীকে সাড়ম্বরে স্বাগত জানাস তিলোত্তমা।
সোমবার বিকেল কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছান এমিলিয়ানো মার্টিনেজ। দুই দিনের সফরে কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে মার্টিনেজের। তাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। কলকাতা বিমানবন্দরে মোহনবাগান এবং আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাসের ছবিও ধরা পরে এদিন। কলকাতায় এসে মার্টিনেস জানান, “আমি সত্যিই দারুণ আনন্দিত এখানে এসে। ভারতে আসা এটি একটি স্বপ্ন ছিল। আমি ভারতে আসার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি এখানে আসতে পেরে খুশি।”
advertisement
VIDEO | Argentina’s 2022 FIFA World Cup-winning goalkeeper Emiliano Martínez arrives at Netaji Subhas Chandra Bose International Airport, Kolkata. “I am really excited, feeling great. It was a dream (coming to India). I had promised to come to India, I am happy to be here,” says… pic.twitter.com/ivmqHCNrsX
— Press Trust of India (@PTI_News) July 3, 2023
advertisement
advertisement
শহরের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগেই কলকাতায় এসেছেন মার্টিনেজ। মঙ্গলবার থেকে শুরু তার মূল কর্মসূচি। মঙ্গলের দুপুরে মিলন মেলা প্রাঙ্গণে শতুদ্র দত্তের ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। সেখানে নিজের গল্প শোনাবেন তিনি। বিকেলে মোহনবাগান মাঠে আসবেন বিশ্বকাপজয়ী গোলকিপার। মোহনবাগান রত্ন স্মারকটি তুলে দেওয়া হবে তার হাতে।
advertisement
পাশাপাশি পেলে- মারাদোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেটের উদ্বোধন করার কথা তাঁর। ৫ই জুলাই, শ্রীভূমিতে রাজ্যের মন্ত্রী সুজিত বসু আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। সেখান থেকে কলকাতার সন্তোষ মিত্র স্কয়ারে আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা তাঁর। ফলে আগামি ২ দিন যে কলকাতা মার্টিনেজময় থাকবে তা বলাই যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2023 6:16 PM IST