আর্জেন্টিনা - ক্রোয়েশিয়া টাইব্রেকারে গেলে অ্যাডভান্টেজ কোন দল? কী বলছে পরিসংখ্যান দেখুন
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Argentina or Croatia which team will have an advantage if semi final match goes to penalty shootout. আজকের আগে পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনা টাইব্রেকারে একটি শেষ ১৬, দুটি কোয়ার্টার ফাইনাল, দুটি সেমিফাইনালে জয়লাভ করেছিল।
#দোহা: বিশ্বকাপের নকআউট ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষেও জয়-পরাজয় নির্ধারিত না হলে টাইব্রেকারের প্রস্তাব প্রথম তোলা হয় ১৯৭০ সালে। তবে এটা পাস হতে হতে লেগে যায় আট বছর। ১৯৭৮ বিশ্বকাপে প্রথম নকআউটে পেনাল্টি শুটআউটের ব্যবস্থা রাখা হয়। তবে সেবার বিশ্বকাপে টাইব্রেকারের দরকার পড়েনি।
প্রথম টাইব্রেকারের দরকার পড়ে ১৯৮২ বিশ্বকাপে জার্মানি-ফ্রান্স সেমিফাইনালে। সেই থেকে শুরু করে এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের ৩৪টি ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬ বার টাইব্রেকারে যেতে হয়েছে আর্জেন্টিনাকে। সেই আর্জেন্টিনা আজ সেমিফাইনালে খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
advertisement
advertisement
এই বিশ্বকাপে চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে দুটির ফল নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। সেই দুই টাইব্রেকারের জয়ী দল দুটিই আজ মুখোমুখি হচ্ছে। আজও তাই ম্যাচ টাইব্রেকারে যেতেই পারে। বিশ্বকাপ ইতিহাসে এই দুই দলের টাইব্রেকারে পারফরম্যান্স কেমন, সেই পরিসংখ্যানও তাই ঘাঁটাঘাঁটি চলছে। চলুন দেখা যাক বিশ্বকাপে টাইব্রেকারে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার পারফরম্যান্স কেমন।
❗️Excl. News #Livakovic: Talks between his management and Bayern have already started! In order to replace Neuer. Early stage … @SkySportDE 🇭🇷 pic.twitter.com/hsQ6Kquwnv
— Florian Plettenberg (@Plettigoal) December 12, 2022
advertisement
এদিনের আগে পর্যন্ত ক্রোয়েশিয়া বিশ্বকাপের মঞ্চে একটি শেষ ১৬ এবং দুটি কোয়াটার ফাইনাল ম্যাচে ডেনমার্ক, রাশিয়া এবং ব্রাজিলকে হারিয়েছিল টাইব্রেকারে। তাদের গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ এবার জাপান এবং ব্রাজিলের বিরুদ্ধে নিজের ইস্পাত কঠিন স্নায়ুর পরিচয় দিয়েছিলেন।
সাড়ে ছ ফুট লম্বা গোলরক্ষকের উপস্থিতি ক্রোয়েশিয়ার অন্যতম সম্পদ। অন্যদিকে আজকের আগে পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনা একটি শেষ ১৬, দুটি কোয়ার্টার ফাইনাল, দুটি সেমিফাইনালে জয়লাভ করেছিল। ২০০৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছিল জার্মানির কাছে।
Location :
First Published :
December 13, 2022 12:40 PM IST