আর্জেন্টিনা - ক্রোয়েশিয়া টাইব্রেকারে গেলে অ্যাডভান্টেজ কোন দল? কী বলছে পরিসংখ্যান দেখুন

Last Updated:

Argentina or Croatia which team will have an advantage if semi final match goes to penalty shootout. আজকের আগে পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনা টাইব্রেকারে একটি শেষ ১৬, দুটি কোয়ার্টার ফাইনাল, দুটি সেমিফাইনালে জয়লাভ করেছিল।

ক্রোয়েশিয়ার প্রাচীর গোলরক্ষক লিভাকোভিচ
ক্রোয়েশিয়ার প্রাচীর গোলরক্ষক লিভাকোভিচ
#দোহা: বিশ্বকাপের নকআউট ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষেও জয়-পরাজয় নির্ধারিত না হলে টাইব্রেকারের প্রস্তাব প্রথম তোলা হয় ১৯৭০ সালে। তবে এটা পাস হতে হতে লেগে যায় আট বছর। ১৯৭৮ বিশ্বকাপে প্রথম নকআউটে পেনাল্টি শুটআউটের ব্যবস্থা রাখা হয়। তবে সেবার বিশ্বকাপে টাইব্রেকারের দরকার পড়েনি।
প্রথম টাইব্রেকারের দরকার পড়ে ১৯৮২ বিশ্বকাপে জার্মানি-ফ্রান্স সেমিফাইনালে। সেই থেকে শুরু করে এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের ৩৪টি ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬ বার টাইব্রেকারে যেতে হয়েছে আর্জেন্টিনাকে। সেই আর্জেন্টিনা আজ সেমিফাইনালে খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
advertisement
advertisement
এই বিশ্বকাপে চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে দুটির ফল নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। সেই দুই টাইব্রেকারের জয়ী দল দুটিই আজ মুখোমুখি হচ্ছে। আজও তাই ম্যাচ টাইব্রেকারে যেতেই পারে। বিশ্বকাপ ইতিহাসে এই দুই দলের টাইব্রেকারে পারফরম্যান্স কেমন, সেই পরিসংখ্যানও তাই ঘাঁটাঘাঁটি চলছে। চলুন দেখা যাক বিশ্বকাপে টাইব্রেকারে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার পারফরম্যান্স কেমন।
advertisement
এদিনের আগে পর্যন্ত ক্রোয়েশিয়া বিশ্বকাপের মঞ্চে একটি শেষ ১৬ এবং দুটি কোয়াটার ফাইনাল ম্যাচে ডেনমার্ক, রাশিয়া এবং ব্রাজিলকে হারিয়েছিল টাইব্রেকারে। তাদের গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ এবার জাপান এবং ব্রাজিলের বিরুদ্ধে নিজের ইস্পাত কঠিন স্নায়ুর পরিচয় দিয়েছিলেন।
সাড়ে ছ ফুট লম্বা গোলরক্ষকের উপস্থিতি ক্রোয়েশিয়ার অন্যতম সম্পদ। অন্যদিকে আজকের আগে পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনা একটি শেষ ১৬, দুটি কোয়ার্টার ফাইনাল, দুটি সেমিফাইনালে জয়লাভ করেছিল। ২০০৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছিল জার্মানির কাছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আর্জেন্টিনা - ক্রোয়েশিয়া টাইব্রেকারে গেলে অ্যাডভান্টেজ কোন দল? কী বলছে পরিসংখ্যান দেখুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement