ARG vs BRA: ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা! আবার বিরাট উৎসব মেসির দেশে
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
টুর্নামেন্টে ৫ ম্যাচ জয়ের পাশাপাশি একটি ম্যাচ ড্র করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। সেটি ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বে
রিও: আর্জেন্টিনা বনাম ব্রাজিল সব সময় একটা উত্তেজক ম্যাচ। ফুটবলে যখন এই দুই চির প্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হয় সারা পৃথিবীর নজর থাকে সেদিকে। কিন্তু ফুটবল না হলেও অন্য কোনও খেলাতেও আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমান জনপ্রিয়। এবার ব্রাজিলকে হারিয়ে জুনিয়র ফুটসল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। উৎসব শুরু হয়ে গেছে মেসি, দিয়েগো মারাদোনার দেশে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর মতো আনন্দ আর নেই!
দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেটাই করে দেখিয়েছে আর্জেন্টিনার তরুণেরা। গতকাল ব্রাজিলের বিপক্ষে ফাইনালে ২-১ গোলের জয়ে আর্জেন্টিনা শুধু চ্যাম্পিয়নই হয়নি, দারুণ এক অর্জনও এনে দিয়েছে আর্জেন্টাইন ফুটসালের সংস্কৃতিকে। এক অর্থে ‘ট্রেবল’ই জিতেছে আর্জেন্টিনা। ২০১৬ ফুটসাল বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানানো সান্তিয়াগো বাসিল এবার অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট দিয়ে অভিষিক্ত হয়েছেন আর্জেন্টিনার এই বয়সভিত্তিক দলের কোচ হিসেবে।
advertisement
⏰ 35 | 2°T : GOOOOL DA ARGENTINA
⚽️ BaustinaBrasil 🇧🇷 1-2 🇦🇷 Argentina
🏆 Sul Américano sub17 pic.twitter.com/CV3H0kFlca
— Futsal Profissional (@FSProfissional) June 25, 2023
advertisement
বিরতির একটু আগে ব্রাজিলের আন্দ্রেয়ার বাঁ পায়ের দুর্দান্ত শটে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। ব্রুনো বেনোত্তির ‘পাভোতা গোল’ দিয়ে সমতায় ফেরে আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে বাউতিস্তা কাসোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা, এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল। ২০১৬ সালে মন্টেভিডিওতে অনূর্ধ্ব-২০ ফুটসাল চ্যাম্পিয়নশিপেও শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
advertisement
আর এবার অনূর্ধ্ব-১৭ জেতায় ‘ট্রেবল’ জয় হয়ে গেল লিওনেল মেসির দেশের। ২০০৩ ও ২০১৫ সালেও এই টুর্নামেন্ট জিতেছে আর্জেন্টিনা ফুটসাল দল। এ ছাড়া ২০১৬ সালে রাশিয়াকে হারিয়ে ফিফা ফুটসাল বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। টুর্নামেন্টে ৫ ম্যাচ জয়ের পাশাপাশি একটি ম্যাচ ড্র করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। সেটি ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বে। সব মিলিয়ে প্রতিপক্ষের জালে ১৯ গোল করার বিপরীতে হজম করেছে মাত্র ৩ গোল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2023 4:19 PM IST