কর ফাঁকি মামলায় ২১ মাসের জেল মেসির !
Last Updated:
কর ফাঁকি মামলায় ২১ মাসের কারাদণ্ড হল আর্জেন্টিনা এবং বার্সেলোনা মহাতারকা লিওনেল মেসির !
#বার্সেলোনা: সময়টা সত্যি খারাপ যাচ্ছে লিওনেল মেসির ৷ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারার পর থেকে কোনও কিছুই যেন ঠিক যাচ্ছে না আর্জেন্টিনা মহাতারকার ৷
কোপার ফাইনাল শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ৷ এবার কর ফাঁকি মামলায় ২১ মাসের কারাদণ্ড হল আর্জেন্টিনা এবং বার্সেলোনা মহাতারকা লিওনেল মেসি এবং তাঁর বাবা জর্জ হোরাসিও মেসির ! পাশাপাশি ২ মিলিয়ন ইউরো জরিমানাও করা হয়েছে মেসির ৷ বুধবার সাজা ঘোষণা করল স্পেনের নিম্ন আদালত ৷
‘I just worried about playing football’: Lionel #Messi denies knowledge of €4.1mn tax evasion https://t.co/OmByteZeT4
— RT Sport (@rtsportnews) June 3, 2016
advertisement
advertisement
৩১ কোটি ৯ লক্ষ টাকার কর ফাঁকির অভিযোগ মেসি ও তাঁর বাবার বিরুদ্ধে ৷ এই নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল আইনি লড়াই ৷ অবশেষে মেসির কারাদণ্ডেরই রায় দিল স্প্যানিশ আদালত ৷ তবে নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন করবে মেসি ও তাঁর পরিবার ৷
২০০৫ সাল থেকেই স্পেনের নাগরিক মেসি। আদালতে যদিও মেসির দাবি ছিল, ফুটবলের বাইরে তিনি কিছু জানেন না। গোটা ব্যাপারটাই দেখভাল করেন বাবা জর্জ। কর ফাঁকি মামলার রায়ে আদালত জানিয়েছে, প্রথম অপরাধ হিসেবে আপাতত রেহাই পাবেন লিও মেসি। একইসঙ্গে সাজার সময় যেহেতু দু’বছরের কম, তাই জেলে যেতে হবে না তাঁকে।
advertisement
জেলে না যেতে হলেও মোটা টাকার জরিমানা থেকে অবশ্য অব্যাহতি পাননি মেসি ও তাঁর পরিবার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 06, 2016 4:24 PM IST