Anwar Ali Banned : চার মাস নির্বাসিত আনোয়ার, সঙ্গে মোটা অঙ্কের ক্ষতিপূরণ! শাস্তি ইস্টবেঙ্গলের

Last Updated:

Anwar Ali banned for four months : চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার, শাস্তির খাঁড়া ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির উপর, দুই ক্লাবকে ট্র্যান্সফার ব্যান ফেডারেশনের

চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি
চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি
নয়াদিল্লি :   অবশেষে অপেক্ষার অবসান৷ আনোয়ার আলি ইস্যুতে শাস্তির কথা জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন৷ ভারতের তারকা ডিফেন্ডারকে চার মাসের জন্য ব্যান করা হয়েছে৷ শাস্তির খাঁড়া নেমেছে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির উপরেও৷ দুই ক্লাব এবং ফুটবলার মিলে ক্ষতিপূরণ বাবদ দেবে প্রায় ১২ কোটি ৯০ লক্ষ টাকা৷ যার পুরোটাই যাবে মোহনবাগান সুপারজায়ান্টের পকেটে৷
মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে সই ৷ আনোয়ার ইস্যু নিয়ে ভারতীয় ফুটবল বেশ অনেকদিন ধরেই সরগরম৷ ফেডারেশনের পিএসসি (প্লেয়ার স্ট্যাটাস কমিটি) বিষয়টি নিয়ে কী রায় দেয় তারই অপেক্ষা ছিল৷ তাদের সিদ্ধান্তে সবুজ-মেরুন সমর্থকদের মুখে হাসি ফুটবলেও, লাল-হলুদ ও দিল্লি এফসি আপাতত প্রবল সমস্যায়৷ কারণ, আর্থিক ক্ষতিপূরণ দেওয়া ছাড়াও এই দুই ক্লাবকে আরও একটি সমস্যার সম্মুখীন হতে হয়েছে৷ আসন্ন দুই ট্রান্সফার উইন্ডোতে নতুন কোন ফুটবলার সই করাতে পারবে না ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি৷
advertisement
আরও পড়ুন : সর্বকালের সেরা টেস্ট ক্রিকেটার হবেন কে? বড় ভবিষ্যদ্বাণী সৌরভের
দিল্লি এফসি থেকে লোনে মোহনবাগানে গিয়েছিলেন আনোয়ার৷ এরপর তিনি দিল্লি এফসিতে ফেরেন৷ তারপর ইস্টবেঙ্গলের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সই করেন৷ এরপরেই মোহনবাগানের তরফে বলা হয়, পুরো ব্যাপারটাই নিয়মের বাইরে৷ এবং প্রায় একই মত প্রদর্শন করে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটিও৷ ফলে চার মাসের জন্য ভারতের তারকা ডিফেন্ডারকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা৷
advertisement
advertisement
পিএসসির তরফে মঙ্গলবার জানানো হয়েছে, “আনোয়ার আলিকে চার মাসের জন্য নির্বাসিত করা হল৷ ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি আসন্ন দুই ট্রান্সফার উইন্ডোতে নতুন কোন ফুটবলার সই করাতে পারবে না। যা শুরু হচ্ছে আসন্ন জানুয়ারি ট্র্যান্সফার উইন্ডো থেকে৷ আনোয়ার আলি, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল ক্ষতিপূরণ বাবদ মোহনবাগানকে ১২.৯০ কোটি টাকা দেবে৷”
advertisement
চার মাসের ব্যান৷ যার মানে, আইএসএলে শুরুতে আনোয়ারকে পাবে না ইস্টবেঙ্গল৷ তবে তাঁর জন্য একটি পথ খোলা আছে৷ শাস্তির বিরুদ্ধে আবেদন করে ফিফায় যাওয়ার অপশন আনোয়ারের রয়েছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Anwar Ali Banned : চার মাস নির্বাসিত আনোয়ার, সঙ্গে মোটা অঙ্কের ক্ষতিপূরণ! শাস্তি ইস্টবেঙ্গলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement