Virat Anushka: কোহলির সেলিব্রেশন হুবহু নকল করে দেখালেন অনুষ্কা! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
লন্ডন: এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে লন্ডনে আছেন বিরাট কোহলি। কদিন পরেই অস্ট্রেলিয়া সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে ভারত। বিরাটের দল আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর সময় নষ্ট না করে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন কিং কোহলি। প্রস্তুতি সারবেন নেটে। আইপিএল টিভিতে দেখছেন ইংল্যান্ডে বসে। এর মধ্যেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনুষ্কা শর্মা সেখানে নকল করে দেখাচ্ছেন বিরাট কোহলির সেলিব্রেশন।
একটি স্টুডিওয় বেশ কয়েকজন সমর্থক বসে আছে। ক্রিকেট আলোচনা হচ্ছে। সেখানে হঠাৎ অনুষ্কাকে উপস্থাপক অনুরোধ করেন বিরাটের সেলিব্রেশন নকল করে দেখাতে। এক কথায় রাজি হয়ে যান অনুষ্কা। তারপর দুহাত শূন্যে তুলে মুখে বিরাট কোহলির ভঙ্গি এনে শূন্যে ঘুষি মেরে নকল করেন বিরাটের সেলিব্রেশন পদ্ধতি। সকলে হাততালি দিয়ে ওঠেন।
Anushka Sharma doing Virat Kohli’s celebration.
Funny moments between Virat and Anushka😂❤️.pic.twitter.com/ZBoEWtg9rF
— Johns. (@Cric_crazyjohns) May 26, 2023
advertisement
advertisement
বিরাট নিজেও অনুষ্কার সেলিব্রেশনের অভিনয় প্রশংসা করেন। আসলে স্বামীর খেলা থাকলে বেশিরভাগ সময় মাঠেই থাকেন অনুষ্কা। এতদিনে বিরাট কোহলির প্রতিটা পদক্ষেপ তিনি চিনে গিয়েছেন। নিজেও মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক করছেন। ফলে এখন খেলাটা নিজের ভেতর থেকেই অনেকটা ভালোবেসে ফেলেছেন বিরাট পত্নী।
মুহূর্তে এই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শেষ লগ্নে বিরাট কোহলিকে বলতে শোনা যাচ্ছে আপনারা আমার এই সেলেব্রেশন এর রেকর্ড দেখিয়ে আনন্দ পেতে পারেন। আসলে এগুলো মাঠে ওই মুহূর্তে ঘটে যায়। পরে আমার নিজের দেখলেই লজ্জা লাগে। বিরাট জানিয়েছেন অনুষ্কা ক্রিকেট নিয়ে সিনেমা করার পর থেকে আসলে বুঝতে পেরেছেন একজন ক্রিকেটারের জীবন সত্যি কতখানি চ্যালেঞ্জিং হয়। ক্রিকেটের সব নিয়ম নাকি শিখে গিয়েছেন বিরাটের স্ত্রী।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 12:25 PM IST