Virat Anushka: কোহলির সেলিব্রেশন হুবহু নকল করে দেখালেন অনুষ্কা! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:
স্বামী বিরাটকে নকল করলেন অনুষ্কা
স্বামী বিরাটকে নকল করলেন অনুষ্কা
লন্ডন: এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে লন্ডনে আছেন বিরাট কোহলি। কদিন পরেই অস্ট্রেলিয়া সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে ভারত। বিরাটের দল আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর সময় নষ্ট না করে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন কিং কোহলি। প্রস্তুতি সারবেন নেটে। আইপিএল টিভিতে দেখছেন ইংল্যান্ডে বসে। এর মধ্যেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনুষ্কা শর্মা সেখানে নকল করে দেখাচ্ছেন বিরাট কোহলির সেলিব্রেশন।
একটি স্টুডিওয় বেশ কয়েকজন সমর্থক বসে আছে। ক্রিকেট আলোচনা হচ্ছে। সেখানে হঠাৎ অনুষ্কাকে উপস্থাপক অনুরোধ করেন বিরাটের সেলিব্রেশন নকল করে দেখাতে। এক কথায় রাজি হয়ে যান অনুষ্কা। তারপর দুহাত শূন্যে তুলে মুখে বিরাট কোহলির ভঙ্গি এনে শূন্যে ঘুষি মেরে নকল করেন বিরাটের সেলিব্রেশন পদ্ধতি। সকলে হাততালি দিয়ে ওঠেন।
advertisement
advertisement
বিরাট নিজেও অনুষ্কার সেলিব্রেশনের অভিনয় প্রশংসা করেন। আসলে স্বামীর খেলা থাকলে বেশিরভাগ সময় মাঠেই থাকেন অনুষ্কা। এতদিনে বিরাট কোহলির প্রতিটা পদক্ষেপ তিনি চিনে গিয়েছেন। নিজেও মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক করছেন। ফলে এখন খেলাটা নিজের ভেতর থেকেই অনেকটা ভালোবেসে ফেলেছেন বিরাট পত্নী।
মুহূর্তে এই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শেষ লগ্নে বিরাট কোহলিকে বলতে শোনা যাচ্ছে আপনারা আমার এই সেলেব্রেশন এর রেকর্ড দেখিয়ে আনন্দ পেতে পারেন। আসলে এগুলো মাঠে ওই মুহূর্তে ঘটে যায়। পরে আমার নিজের দেখলেই লজ্জা লাগে। বিরাট জানিয়েছেন অনুষ্কা ক্রিকেট নিয়ে সিনেমা করার পর থেকে আসলে বুঝতে পেরেছেন একজন ক্রিকেটারের জীবন সত্যি কতখানি চ্যালেঞ্জিং হয়। ক্রিকেটের সব নিয়ম নাকি শিখে গিয়েছেন বিরাটের স্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Anushka: কোহলির সেলিব্রেশন হুবহু নকল করে দেখালেন অনুষ্কা! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement