Bangladesh cricket: আইপিএল নিয়ে হইচইয়ের মধ্যেই বিপিএলে সীমাহীন দুর্নীতির অভিযোগ! বাংলাদেশ ক্রিকেটে তুলকালাম
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bangladesh cricket: এবার দুর্নীতির অভিযোগে বিদ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার (এপ্রিল ১৫) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এর সদর দফতরে দুর্নীতি দমন কমিশন (ACC) এর কর্মকর্তারা অভিযানে যান।
ঢাকা: এবার দুর্নীতির অভিযোগে বিদ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার (এপ্রিল ১৫) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এর সদর দফতরে দুর্নীতি দমন কমিশন (ACC) এর কর্মকর্তারা অভিযানে যান। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ACC-র একটি বিশেষ তিন সদস্যের দল মঙ্গলবার দুপুর ১২টার দিকে BCB সদর দফতরে অভিযান চালায়।
দুর্নীতি দমন কমিশনের আধিকারিক মাহমুদুল হাসান জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বিভিন্ন ক্রিকেট লিগের নির্বাচনী প্রক্রিয়ায় দুর্নীতি সংক্রান্ত অভিযোগ নিয়ে আজ আমরা তদন্ত করতে এসেছি। অবৈধ লেনদেন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের আছে, সেগুলি নিয়েই তদন্ত করা হবে।
advertisement
advertisement
পাশাপাশি তিনি আরও বলেন, “আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ ছিল, বিশেষ করে ২০২৩ সালের তৃতীয় ডিভিশনের কোয়ালিফাইং রাউন্ড পর্বের দল নির্বাচনের বিষয়ে। আগে প্রতি বছর আবেদন ফি ছিল ৫ লাখ টাকা। তখন মাত্র দুই বা তিনটি দল আবেদন করত, সেখান থেকে এক বা দুটি দল নির্বাচিত হত। এবার, যখন ফি কমিয়ে ১ লাখ টাকা করা হয়, তখন ৬০টি দল আবেদন করেছে। আমরা নথি সংগ্রহ করেছি এবং এবার এই বিষয়গুলি যাচাই এবং তদন্ত করব। “
advertisement
পাশাপাশি রয়েছে টিকিট বিক্রি নিয়ে দুর্নীতির বিষয়ও। ওই আধিকারিক জানান, BPL এর ৩য় থেকে ১০ম মৌসুম পর্যন্ত BCB টিকিট বিক্রি থেকে আয় করেছিল। দেখানো হয়েছিল যে সেই আট মরশুমে টিকিট বিক্রি করে আয় হয় ১৫ কোটি টাকা। কিন্তু ১১তম মৌসুমে, যখন BCB নিজেরাই টিকিট বিক্রি করেছিল, তখন আয় প্রায় ১৩ কোটি টাকা রিপোর্ট করা হয়েছিল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2025 10:39 PM IST